Howrah Vande Bharat: হাওড়া থেকে এবার সস্তার বন্দে ভারত! পুজোর আগে বিরাট সুখবর

বন্দে ভারত নিয়ে এবার বাংলার জন্য় বড় সুখবর। ইতিমধ্য়েই উত্তরবঙ্গগামী বন্দে ভারত যায়। কিন্তু এবার বাংলা থেকে একাধিক রুটে বন্দে ভারত ছুটবে বলে খবর। সেক্ষেত্রে আরামদায়ক সেমি হাই স্পিড ট্রেনে যারা চড়তে চান তাঁদের জন্য নিঃসন্দেহে সুখবর।

মনে করা হচ্ছে বন্দে ভারত সাধারণ ট্রেন হাওড়া থেকেও চলবে। তবে রেলের তরফ থেকে নির্দিষ্টভাবে কোনও তথ্য় এনিয়ে পাওয়া যায়নি। তবে কিছু সম্ভাব্য রুটের কথা জানা গিয়েছে। মনে করা হচ্ছে, হাওড়া-নয়াদিল্লি, পাটনা-নয়াদিল্লি, মুম্বই-নয়াদিল্লি ও হায়দ্রাবাদ নয়াদিল্লি এই রুটে চলবে।

সেক্ষেত্রে বিভিন্ন সূত্রে যেটা জানা যাচ্ছে বেশিরভাগ বন্দে ভারতই নয়াদিল্লিগামী হবে। তবে হাওড়া থেকে নয়াদিল্লিগামী এই বন্দে ভারত হলে স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের অত্যন্ত সুবিধা হবে। তবে কত ভাড়া হবে, কবে থেকে ছাড়বে, কোন রুট দিয়ে যাবে সেব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

তবে সূত্রের খবর, নতুন বন্দে ভারত নন এসি হতে পারে। সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে যাতে ভাড়া থাকে তার ব্যবস্থা করা হতে পারে। সেই সঙ্গেই এবার নন এসি ট্রেন নিয়ে আসা হলে সেখানে ভাড়াও কম হতে পারে। তবে স্বাচ্ছন্দ্য কোনও অংশে কম হবে না। বলা হচ্ছে এই পুশপুল ট্রেনে ২২টি কোচ থাকবে। তার সঙ্গে একটি লোকোমোটিভ থাকবে। আগামী ৩১ অক্টোবরের আগে এই বন্দে ভারত ট্রেন চালু হতে পারে বলে খবর।

হাই ফাই বন্দে ভারতের জায়গায় সাধারণ বন্দে ভারত। বাংলার যাত্রীদের জন্য এবার সুখবর। তবে এটা যে কেবলমাত্র এলিট শ্রেণির জন্য এই বন্দে ভারত হবে এমনটা নয়। এবার মধ্যবিত্ত মানুষ, সেভাবে স্বচ্ছল নয় এমন মানুষও বন্দে ভারত চাপতে পারবেন। হাওড়া থেকে চেপে সোজা রাজধানী। পুজোর আগে বড় সুখবর বাংলার জন্য। তবে ৩১ অক্টোবরের আগে বন্দে ভারত চালুর কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এটা যদি পুজোর আগে হয় তবে তো সোনায় সোহাগা।