Women’s Bill: মহিলা বিলে সায় দিয়েও সরকারকে কটাক্ষ সোনিয়া, কানিমোঝি, সুপ্রিয়ার, জবাব স্মৃতির

দিনভর তুমুল বিতর্কের পর লোকসভায় ৪৫৪ ভোটে পাশ হল মহিলা সংরক্ষণ বিল। এই বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, ডিএমকে সাংসদ কানিমোঝি এবং এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে মহিলাদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে তুলেছেন শাসকদলের দিকে। অন্য দিকে এর জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, সরকারই মহিলাদের ‘গুন্তির মধ্যে’ এনেছে।

কী বললেন সোনিয়া গান্ধী

মঙ্গলবারই সোনিয়া দাবি করেন, বিজেপি মহিলা সংরক্ষণ বিল নিয়ে কৃতিত্ব দাবি করলেও আসলে এই বিল আগেই কংগ্রেস এনেছিল। সোনিয়া বুধবার বলেন, ‘কংগ্রেস এই বিলকে সমর্থন করে। বিলটি পাস হওয়ায় আমরা খুশি। কিন্তু আমরা এই নিয়ে উদ্বিগ্ন। আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ভারতীয় মহিলারা গত ১৩ বছর ধরে তাদের রাজনৈতিক দায়িত্বের জন্য অপেক্ষা করছেন। এখন তাদের আরও কয়েক বছর অপেক্ষা করতে বলা হচ্ছে। কত বছর? ভারতীয় মহিলাদের সাথে এই আচরণ কি উপযুক্ত? কংগ্রেস দাবি করেছে যে বিলটি অবিলম্বে কার্যকর করা হোক। সঙ্গে জাতিশুমারিও করা উচিত এবং এসসি, এসটি এবং ওবিসি মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করা উচিত।’

কী বললেন কানিমোঝি

ডিএমকে নেত্রী কানিমোঝি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য বলেন, তিনি দাবি করেছিলেন মহিলাদের পুজো করা, স্যালুট করা বন্ধ হোক। মহিলাদের ‘সমান হিসাবে চলার’ অধিকার দেওয়া হোক। এই বক্তব্য রাখার জন্য তাঁকে হেনস্থা করা হয় বলে কানিমোঝি জানান। তিনি বলেন,’আমরা নিজেদের অমুকের মা, বোন বা স্ত্রী হিসাবে পরিচিত হতে চাই না। আমরা সমাধিকার চাই।’ তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন,’যেমটা সরকার আশ্বাস দিয়েছিল সেইমতো বিলটি নিয়ে কি সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেছিল? আমাদের এর অধিকার আছে… এই দেশ আমাদের… এই সংসদ আমাদের।’

(পড়তে পারেন। পক্ষে পড়ল ৪৫৪ ভোট, বিপক্ষে ২ জন- লোকসভায় হাসতে-হাসতে পাশ মহিলা সংরক্ষণ বিল)

কী বললেন সুপ্রিয়া সুলে

এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন মহারাষ্ট্র এক বিজেপি নেতা তাঁকে ডেকে বলেন,’সুপ্রিয়া সুলে বাড়ি যাও। খাবার রান্না কর, দেশ অন্য কেউ চালাবে।’ তিনি বলেন, এটাই হল বিজেপির মানসিকতা। সুপ্রিয়া সুলে তাঁর বক্তব্যে কানিমোঝিকে সমর্থন করেন। কানিমোঝি তাঁর বক্তব্যে ডিএমকের মহিলা নেত্রী এবং এআইডিএমকের প্রয়াত সুপ্রিমো এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে স্মরণ করেন। এক সাধুবাদ জানান সুপ্রিয়া।

কী বললেন স্মৃতি ইরানি

সোনিয়া গান্ধী দাবি করেছিলেন ২০১০ সালেই কংগ্রেস মহিলা সংরক্ষণ বিল আনে। নাম না করে সোনিয়াকে কটাক্ষ করে স্মৃতি বলেন,’কথায় বলে সাফল্যের অনেক দাবিদার, ব্যর্থতার কেউ না। তাই যখন বিলটি এল কিছু লোক এটি আমাদের বিল বলছে।’

বিরোধীরা দাবি করছে ২০২৪-এর লোকসভা নির্বাচন থেকে সংরক্ষণ চালু হোক। স্মৃতি বলেন, ‘বিরোধীরা কি চায় আমরা সংবিধান ভঙ্গ করি?’ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চেয়ে দেশ বিভ্রান্ত করছে।’