Firing: ময়লা ফেলার প্রতিবাদ করায় শূন্যে গুলি চালানোর অভিযোগ পুলিশকর্তার ছেলের বিরুদ্ধে

কলকাতার কসবায় রাস্তায় নোংরা ফেলার প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ প্রাক্তন পুলিশকর্তার ছেলের বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডের বাসিন্দা সৌমিক মণ্ডল স্থানীয় সবুজ সংঘ ক্লাবের সামনে আবর্জনা ফেলতে যান। তখন ক্লাবের এক সদস্য তাঁকে বলেন, সকালে ময়লার গাড়ি এলে তাতে ময়লা ফেলুন। সেকথায় কর্ণপাত না করে ময়লা ফেলে অভিযুক্ত বলে, ‘দেখ তোর কী করি’।

অভিযোগ, এর পর রাত সাড়ে ১০টা নাগাদ সবুজ সংঘ ক্লাবের সামনে দাঁড়িয়ে শূন্যে ২ রাউন্ড গুলি চালায় অভিযুক্ত। গুলির শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় যুবকরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে নিজের ফ্ল্যাটে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক। স্থানীয়রা তার ফ্ল্যাট ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে থানায় নিয়ে যায় তারা। অভিযুক্তকে পুলিশের গাড়িতে তোলার সময় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। মারমুখি হয়ে ওঠে উত্তেজিত জনতা।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সৌমিক মণ্ডল পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁর বাবা প্রাক্তন পুলিশকর্তা। সেই ক্ষমতায় গাড়ির সামনে পুলিশ ও প্রেস একসঙ্গে লিখে ঘুরে বেড়ায় সে। আবাসনের বাসিন্দাদেরও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তদন্তে নেমে ঘটনাস্থল থেকে ১টি কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।