দুর্গাপুজোয় শহরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে, বসছে ফেস রেকগনিশন ক্যামেরা‌

আর হাতে একমাসও সময় নেই। কদিন পরই শহরে ভিড় বাড়বে দুর্গাপুজোর জন্য। প্যান্ডেল হপিং থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান—সবই দুর্গাপুজোর সময় দেখা যায়। তাতে শহরে ভিড় বাড়ে। আর যাঁরা গাড়ি নিয়ে ঘুরতে বেরোন তাঁদের সংখ্যাটা বেশি হলে যানজটের সৃষ্টি হয়। আবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শারদ উৎসবের সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে শহরবাসীর জন্য দুর্গাপুজোয় শহরের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ফেলল কলকাতা পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি নজর রাখা হচ্ছে।

এই বিষয়টি সম্পূর্ণ করতে পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সমস্ত থানার সঙ্গেও কথা হয়েছে নগরপালের বলে সূত্রের খবর। শহরে মানুষ বেশি ঢুকলে কোনও খারাপ ঘটনা ঘটতেই পারে। এটা আন্দাজ করে আগেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এই বিষয়ে শুক্রবার বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপর তিনি বলেন, ‘‌দুর্গাপুজোতে কলকাতা পুলিশ জনসাধারণের সম্পূর্ণ নজরদারি চালাবে। আগেও তা করা হয়েছে। কারণ চলতি বছরে বিশ্বকাপ খেলা রয়েছে। আমরা তার জন্য বাড়তি প্রস্তুতি নিচ্ছি। তাই নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা থাকবে। কোনও চিন্তার প্রয়োজন নেই।’‌

দুর্গাপুজোয় শহরে বিভিন্ন জেলা থেকেও মানুষজন শহরে এসে থাকেন। আর খেলা থাকলে তো ভিড় বাড়বেই। সুতরাং এই দুই ভিড়ের চাপে শহরে নাকাল পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। এমনকী যানজট তৈরি হতে পারে শহরে। ফলে শহরের রাস্তায় চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে অবশ্য নগরপাল জানান, ট্রাফিকের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক সচল রাখতে এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট ঠেকাতে সম্পূর্ণ চেষ্টা করা হবে। গড়িয়া গার্ডের আউট পোস্ট ইতিমধ্যেই চালু করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাইপাসের করিডরও গাড়ির গতি ঠিক রাখতে কাজ করছে।

আরও পড়ুন:‌ কেন্দ্রীয় টিম তৈরির সিদ্ধান্ত মেয়রের, কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার অভিযান

আর কী জানা যাচ্ছে?‌ তবে আবহাওয়া দফতরের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বাড়তি সমস্যা দেখা দিতে পারে। কারণ বৃষ্টি হলে গাড়ির গতি শ্লথ হয়ে যায়। তার ফলে যানজট তৈরি হতে পারে। উৎসবমুখর দিনগুলিতে শহরে যাতে সুশৃঙ্খল পরিস্থিতি বজায় থাকে সেদিকে নজর দিতে নিরাপত্তা এবং পথ নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হবে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। এড়াতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। এমনকী এই বছর দুর্গাপুজোয় আরও বেশি ফেস রেকগনিশন ক্যামেরা শহরের আনাচে–কানাচে বসানো হচ্ছে। এই ধরনের ক্যামেরায় ডেটা বেস থাকে। যেখান কোনও ব্যক্তিকে শনাক্ত করতে সহজ হয়। আর সেখানে তথ্য মজুত করে দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আরও বেশ কিছু নতুন প্রযুক্তির সাহায্য নেবে পুলিশ বলে জানা যাচ্ছে।