Sachin Tendulkar Reaches Varanasi Ahead As Narendra Modi Gears Up To Lay Foundation Stone For New Cricket Stadium

বারাণসী: উত্তরপ্রদেশে তৈরি হতে চলেছে নতুন স্টেডিয়াম (Varanasi Cricket Stadium)। ঠিকানা বারাণসী। আজই স্টেডিয়ামের শিলান্যাস হবে। শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে। সেই বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সেই উপলক্ষ্যেই বারাণসীতে পৌঁছে গেলেন সচিন। 

বারাণসী (Varanasi) মানেই শিবভূমি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে বারাণসী। যে কারণে শহরের ক্রিকেট স্টেডিয়ামেও থাকবে ভোলেনাথের ছায়া। স্টেডিয়ামের নকশায় থাকছে মহাদেবের ত্রিশূল, ডুগডুগি, বেলপাতাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি অনুযায়ী বারাণসী স্টেডিয়ামের ফ্লাডলাইট দেখতে মহাদেবের ত্রিশূলের মতো। প্রেসবক্স মহাদেবের ডুগডুগির মতো। উপর থেকে ওই স্টেডিয়াম দেখতে লাগবে অর্ধচন্দ্রের মতো। যেমন মহাদেবের জটায় থাকে অর্ধচন্দ্র।

 

 

প্রসঙ্গত, যোগি আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার প্রায় ১২১ কোটি টাকার বিনিময়ে এই আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির জন্য জমি নিয়েছে। স্টেডিয়ামটি তৈরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৩৩০ কোটি টাকা খরচ করা হবে বলে দাবি করা হচ্ছে। স্টেডিয়ামটিতে ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।

এই স্টেডিয়ামের উদ্বোধনের জন্যই সচিন, রবি শাস্ত্রী, সুনীল গাওস্কররা বারাণসীতে পৌঁছে গিয়েছেন। সচিন, শাস্ত্রীরা বারাণসীর পথে বিমানযাত্রার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শাস্ত্রী সেই ছবির ক্যাপশনে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বারাণসীর পথে। ভারত তথা মুম্বইয়ের প্রাক্তন সতীর্থদের সঙ্গে সময় কাটাতে পেরে দারুণ লাগছে। অল্প কিছু সংখ্যক আন্তর্জাতিক রানসংগ্রাহক ও উইকেটসংগ্রাহকরা রয়েছেন এখানে। সারাজীবন এই ছবিটা আমরা স্মৃতিতে থাকবে’

 

 

সচিন শাস্ত্রীর পাশাপাশি আরও দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর ও দিলীপ বেঙ্গসরকরকেও এই ছবিতে দেখা যাচ্ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, কোথায় বসবে ম্যাচের আসর?