Rahul Gandhi: বিজেপির জন্য বড় চমক অপেক্ষা করছে! কংগ্রেস কোথায় জিতবে? লম্বা তালিকা দিলেন রাহুল

সপ্তর্ষি দাস

ফের বিজেপিকে জোরালো আঘাত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রবিবার তিনি গেরুয়া শিবিরকে একহাত নেন। তাঁর মতে ২০২৪ সালে বিজেপির জন্য বড় চমক অপেক্ষা করছে। আসন্ন তেলেঙ্গানা, মধ্য়প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান বিধানসভা ভোটে বড় জয় পেতে চলেছে কংগ্রেস। দাবি রাহুল গান্ধীর। 

প্রতিদিন মিডিয়া নেটওয়ার্কের তরফে দ্য কনক্লেভ ২০২৩ এর আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমরা সম্ভবত তেলেঙ্গানা জিততে চলেছি। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আমরা নিশ্চিত জিতছি। রাজস্থানেও আমরাই জিতব। ২০২৪ সালে বিজেপির জন্য় বড় বিষ্ময় অপেক্ষা করছে। 

রাহুল বলেন, বিরোধীরা ৬০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করছেন। বিজেপি ধনতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সম্পদকে কুক্ষিগত করছে। মিডিয়াকেও নিয়ন্ত্রণ করছে। 

ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাহুলকে। রাহুল গান্ধীর মতে এটাও হল অন্য় দিকে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার একটা পথ। বিজেপি এমপি রমেশ বিধুরি, নিশিকান্ত দুবে তাঁরা হলেন মূল কারিগর। আসলে ধনসম্পদের অসাম্যতা, প্রচুর বেকারত্ব,  নিম্নবর্গীয়দের প্রতি অত্যন্ত বঞ্চনা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এগুলি থেকে মুখ ঘোরানোর জন্য নানা চেষ্টা করছে বিজেপি। সেকারণে প্রতিযোগিতায় না পেরে মিস্টার বিধুরি বলছেন আসুন দেশের নাম বদল করি, আমরা সব বুঝছি। আমরা এটা কিছুতেই করতে দেব না। 

রাহুল বলেন, ভারতীয় সিস্টেমে একজন মুখ্যমন্ত্রী দ্বিতীয় বছরেই বলতে পারেন যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আবার ভোট করা দরকার। আবার ভোট করব। যে কোনও সময় মুখ্য়মন্ত্রী ভোট চাইতে পারেন। মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি বলেন, বিজেপি এটা নিয়ে একেবারেই সিরিয়াস নয়। ওরা মহিলাদের উন্নতির জন্য কিছুই করে না। এখানে জনগণনা বা অন্য কিছুর প্রয়োজন হত না। কিন্তু ওরা স্পেশাল সেশন করলেন।আমরা যখন আদানি নিয়ে বলছি সাংবাদিক সম্মেলনে তখন ওরা এসব করলেন। এই সব জনগণনা, খসড়া তালিকা এসব কিছুই নয়, একটা করে অজুহাত। আসলে এসব করার দরকার নেই। আমরা এটা এমনিতেই সমর্থন করে দেব।