Habra Railgate News: রেলগেট ভাঙল হাবড়ায়, বনগাঁ লাইনে বিঘ্ন ট্রেন চলাচল, ঝামেলায় যাত্রীরা

সপ্তাহের মাঝখানে বড় দুর্ভোগ। শিয়ালদা বনগাঁ শাখায় ট্রেন চলাচলে ভোগান্তি। হাবড়ায় রেলগেট ভেঙে যাওয়ার কারণেই এই বিপত্তি মাথাচাড়া দিয়েছে বলে খবর। বিভিন্ন জায়গায় আচমকাই দাঁড়িয়ে পড়ছে ট্রেন। এর জেরে রেলযাত্রীদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। সব মিলিয়ে ভোগান্তির একেবারে একশেষ।

সূত্রের খবর, হাবড়ায় ২৮ নম্বর রেলগেট ভেঙে গিয়েছে। তার জেরে ওই জায়গায় ট্রেন স্বাভাবিকভাবেই আস্তে চালাতে হচ্ছে। সেকারণে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ছে। অত্যন্ত সাবধানে ওই এলাকার উপর দিয়ে ট্রেন নিয়ে যেতে হচ্ছে। একাধিক জায়গায় ট্রেন দাঁড়িয়ে পড়ছে। এদিকে এই ভোগান্তির জেরে রেলযাত্রীদের মধ্য়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তবে দ্রুত রেলগেট সারানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

কীভাবে রেলগেটটি ভেঙেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে লেভেল ক্রশিংয়ে রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই গুরুত্বপূর্ণ রেলগেটই ভেঙেছে হাবরায়। যার ফল ভুগতে হচ্ছে যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্ব দিয়ে সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। ওই এলাকায় রেলকর্মীদেরও মোতায়েন করা হয়েছে। কেউ যাতে অসাবধানে রেললাইনে না এসে যায় সেটা দেখা হচ্ছে।

এর আগে কাটোয়ায় আবার অন্য সমস্যা ঘনিয়ে উঠেছিল। সেটাও এই রেলগেটকে কেন্দ্র করেই। গত ১৮ অগস্ট থেকে রামপুরহাট বর্ধমান লাইনে কাজ হচ্ছিল। রামপুরহাট-চাতরা শাখায় থার্ড লাইনের কাজ হচ্ছিল। তার জেরে অধিকাংশ ট্রেনকেই অন্যদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। একাধিক দূরপাল্লার ট্রেনকে কাটোয়া হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। যার জেরে চাপ বাড়তে থাকে কাটোয়ার উপর। দিনের বেশিরভাগ সময়ই কাটোয়ার রেলগেট বন্ধ রাখতে হচ্ছিল। এর ফলে স্বাভাবিকভাবেই কাটোয়ার বাসিন্দাদের ভোগান্তি ক্রমশ বাড়তে থাকে।

এদিকে কাটোয়ায় রেল ওভারব্রিজ তৈরির ব্যাপারে দীর্ঘদিন ধরে দাবি উঠেছে। কিন্তু সেটা এখনও বাস্তবে রূপ পায়নি। তবে এবারের ভোগান্তি বুঝিয়ে দিল কাটোয়ায় রেল গেট তৈরি করাটা কতটা দরকার।

সূত্রের খবর, সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১৬৬ বার গেট বন্ধ করতে হচ্ছিল। লোকাল ট্রেন, মালগাড়ি সহ অন্যান্য ট্রেন মিলিয়ে এমনিতে দিনে ১৩০ বার রেলগেট বন্ধ করতে হয়। তার সঙ্গেই তৎকালীন পরিস্থিতির জেরে আরও ৩৬ বার গেট বন্ধ করতে হচ্ছিল। সেক্ষেত্রে একদিনে ১৬৬ বার গেট বন্ধ করতে হচ্ছিল বলে খবর। এর জেরে রেলযাত্রীদের না হলেও সড়ক পথে যারা যাচ্ছেন তাদের সমস্যা হচ্ছিল।

তবে এবার হাবড়ার রেল গেট ভেঙে যাওয়ায় সমস্যায় পড়লেন রেলযাত্রীরা।