Kunal Ghosh on Dengue: ‘মশাদের জন্ম নিয়ন্ত্রণ খুব কঠিন বিষয়…’স্পেন থেকে ফিরে ডেঙ্গি নিয়ে পড়লেন কুণাল

সদ্য স্পেন থেকে ফিরেছেন তিনি। তার মধ্য়েই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে পরামর্শ দিতে গিয়ে তিনি কার্যত বেফাঁস মন্তব্য করে ফেললেন। আর তার জেরে হাসির রোল নেটপাড়ায়।

ইডির ঢিমেতালে তদন্ত নিয়ে যখন চিন্তার বঙ্গবাসী, ডেঙ্গি নিয়েও উদ্বেগ রয়েছে। সেই সময় মশার জন্মনিয়ন্ত্রণের কথা বলে বঙ্গ মনে একেবারে হিল্লোল তুলে দিলেন কুণাল ঘোষ।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী নেতৃত্ব। তা নিয়েই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কুণাল ঘোষকে। সেই প্রশ্ন শুনে কুণাল বলেন, দেখুন মশার জন্ম নিয়ন্ত্রণ এটা একটা খুব জটিল এবং কঠিন বিষয়। এখন মশা অতি অবুঝ প্রাণী।মানুষের মধ্যে যত সহজে জন্ম নিয়ন্ত্রণের প্রচার করা যায় মশার মধ্য়ে তত সহজে প্রচার করা যায় না।

সেই সঙ্গেই ডেঙ্গি নিয়ন্ত্রণ সরকার, পুরসভা কীভাবে ঝাঁপিয়ে পড়েছে সেকথা ফলাও করে বলেন কুণাল ঘোষ। ডেঙ্গি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কী কী করা দরকার সেটাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাড়িতে বাগানে ছাদে জল জমিয়ে রাখবেন না। জমা জলে যেন মশা যাতে না হয় সেটা দেখা দরকার। সরকারের পক্ষে সব বাড়ি, ছাদ, বারান্দা দেখা সম্ভব নয়। হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

তবে বাস্তবিকই ডেঙ্গিকে ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে বাংলায়। তার মধ্যেই মশার জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করলেন কুণাল ঘোষ। তবে মানুষের জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি জানা আছে অনেকের। কিন্তু মশার জন্ম নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।