ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, তারা কেবল নিজেদের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেয়।

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করছে। এমন প্রেক্ষাপটে ইসলামাবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন পাকিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি।

তিনি বলেন, ‘আমরা অন্যদের অনুসরণ করি না। আমরা কেবল আমাদের জাতীয় স্বার্থ দেখি।’

ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিষয়ে তার দেশের অবস্থান ব্যাখ্যা করে জিলানি বলেন, ‘ইসরায়েল বা ফিলিস্তিন ইস্যুতে ইসলামাবাদের অবস্থান খুব স্পষ্ট। ভবিষ্যতেও এমনটা থাকবে।’

ফিলিস্তিনিদের মতো কাশ্মিরিরাও নিজেদের অধিকার ফিরে পেতে চায় উল্লেখ করে জিলানি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুটি কাশ্মিরের মতো আমাদের জাতীয় স্বার্থের অংশ।’

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাকিস্তানের কোনও ইচ্ছা আছে বলে সংবাদমাধ্যমের  প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করে দেন জিলানি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড