ট্রেনের বদলে বাস, তবে উত্তর প্রদেশের ওপর দিয়ে যাত্রা নিয়ে শঙ্কায় অভিষেক

ট্রেন না পেয়ে দিল্লিযাত্রায় বাসের আয়োজন করল তৃণমূল। শুক্রবার রাতে একথা জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ৯টা থেকে ধর্মতলা থেকে তৃণমূলের বাস ছাড়বে। বিভিন্ন জেলা থেকেও বাসের আয়োজন হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। সোমবারের মধ্যে দিল্লিতে ৩ – ৪ হাজার লোক জড়ো করতে চাইছে তৃণমূল।

রাজ্যের বকেয়ার দাবিতে গত ২১ জুলাই দিল্লিতে গিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ – ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তৃণমূল। সেজন্য ৩০ সেপ্টেম্বর বিশেষ ট্রেন ভাড়া করার পরিকল্পনা ছিল তৃণমূলের। সেই মতো পূর্ব রেলের কাছে আবেদন করে অগ্রিম ১১ লক্ষ টাকা জমা দেয় তারা। ট্রেনের মোট ভাড়া ছিল ৫০ লক্ষ। কিন্তু শুক্রবার বিকেলে পূর্ব রেলের তরফে জানানো হয় নির্দিষ্ট কামরা পর্যাপ্ত পরিমানে না থাকায় বিশেষ ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না। এর পরই তৃণমূলের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

এর পর তৃণমূলের তরফে সিদ্ধান্ত হয় জব কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যেতে বাসের ব্যবস্থা করা হবে। শনিবার সকাল ৯টা থেকে ধর্মতলা থেকে ছাড়বে সেই বাস। শুক্রবার সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের বাসের ওপর উত্তর প্রদেশে কোনও হামলা হয় তাহলে কিন্তু আমি চুপ করে থাকব না।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাড়বে তৃণমূলের বাস। বাসে জব কার্ড হোল্ডাররা ছাড়াও থাকবেন তৃণমূলের তৃণমূলের জেলা ও ব্লক স্তরের নেতারা।

২ অক্টোবর রাজঘাটে সম্মান জানিয়ে শুরু হবে কর্মসূচি। ৩ অক্টোবর যন্তরমন্তর থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।