Abhishek Banerjee: দিল্লিতে ১ লাখ লোক নিয়ে যাওয়ার কর্মসূচিতে হোঁচট, বাংলায় মোমবাতি মিছিলের ঘোষণা অভিষেকের

ইডির তলবে সাড়া না দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে শনিবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ২রা অক্টোবর ও ৩রা অক্টোবরের কর্মসূচির কথা ঘোষণা করলেন অভিষেক। কত টাকা কেন্দ্রের কাছে বকেয়া, কত মানুষকে ভুগতে হচ্ছে তার বিবরণ তুলে ধরেন তিনি। সেই সঙ্গেই তিনি নয়া কর্মসূচির কথা ঘোষণা করলেন। তিনি বলেন, ২ তারিখ রাজঘাটে সাংসদ ও মন্ত্রীদের নিয়ে এসে আমরা অবস্থানে বসব। ৩ তারিখ যন্তরমন্তরে অবস্থানে বসব। 

অভিষেক বলেন, এই যে বলা হচ্ছে দুর্নীতি আর দুর্নীতি। বাংলায় একের পর এক কেন্দ্রীয় প্রতিনিধিদল এসেছে। প্রায় ৭০টি কেন্দ্রীয় দল এসে দেখে গিয়েছে আবাস যোজনায় কোথাও কেন গরমিল হয়েছে কি না! তারপরেও কেন কিছু হল না? আমাদের নেত্রী শুধু চিঠিই লেখেননি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদনও করেছেন। 

২ তারিখ আমরা চেয়েছিলাম বাংলা থেকে এক লক্ষ লোক নিয়ে যাব। তাদের থাকার ব্যবস্থা করার জন্য় চারদিনের জন্য রামলীলা ময়দান চেয়েছিলাম। গতকাল রাতে একটা ট্রেন ঠিক করা ছিল। কিন্তু সেটা বাতিল করা হয়েছে। … টাকা আপনাকে দিতেই হবে। আপনি যদি ভাবেন ইডিকে দিয়ে চিঠি দিয়ে লড়াইকে ভাঙবেন… বাংলার প্রত্যেক বাড়িতে যারা ভার্চুয়াল সাইটে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, মনকে দৃঢ় রাখুন। অভিষেক বলেন, এটা আপনার পৈতৃক সম্পত্তি নাকি!

১০০দিনের কাজের দুর্নীতি হয়েছে বলছেন কে বারণ করেছে ব্যবস্থা নিতে। ২ হাজার, ২০০জনের জন্য কেন এতজনের টাকা আটকে রাখবেন?

অভিষেক বলেন, দেশের প্রধানমন্ত্রীর বাড়ি হবে আর গরিব মানুষের বাড়ি হবে না? আগামী দিনে জোরালো জবাব পাবেন। ২ তারিখ ৩ তারিখ  আন্দোলন হবে কারোর ক্ষমতা থাকলে আটকাক। ইটকা জবাব পাত্থরসে কীভাবে দিতে হয় তার জবাব গণতান্ত্রিক ভাবে পাবেন। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আদায় করে ছাড়ব। তমসাচ্ছন্ন পরিস্থিতি আপনার জন্য় অপেক্ষা করছে। এটা তৃণমূলের কর্মসূচি নয়। এটা মানুষের কর্মসূচি। দলমত নির্বিশেষে সকলকে বলছি এই আন্দোলনের পাশে থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে না। আপনারা মানুষের পাশে থাকুন। 

২ তারিখ গান্ধী গ্রাম সভার আয়োজন করবেন। ২ তারিখ রাজঘাটে শান্তিপূর্ণভাবে ধরনায় বসব। গান্ধীজির মূর্তি বা আবক্ষ মূর্তিতে মালা আপনারা প্রত্যেক এলাকায় দেবেন। বিকালবেলা শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করতে পারেন। ৩ তারিখ যন্তরমন্তরে অবস্থানে বসব।

৩ অক্টোবর দিল্লি যন্তরমন্তরে অবস্থান হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে লাইভ টেলিকাস্ট হবে। অঞ্চল সভাপতিরাও এই উদ্যোগে শামিল হবেন। এটা কোনও সামান্য বিষয় নয়। যতক্ষণ না আমাদের বকেয়া আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত থাকবে না। স্বৈরাচারী সরকারের বিসর্জন হবেই। বললেন অভিষেক।