Cricketer Clash: সেলিব্রিটি ক্রিকেট লিগে সংঘর্ষ, হাত – পা ভেঙে হাসপাতালে ভর্তি হলেন ৬ অভিনেতা

সেলিব্রিটি ক্রিকেট লিগে ২টি দলের সদস্যদের মধ্যে মারামারিতে বাংলাদেশে আহত হলেন ৬ অভিনেতা। গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার ঢাকায় এই ঘটনায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে বেশ কয়েকজনকে। এমনকী এক তারকাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন দিতে ঢাকায় আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। আর সেখানেই ২ পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ।

বিশ্বকাপের আগে মিরপুর স্টেডিয়ামে ৩ দিনের সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশগ্রহণ করেছে ৮টি দল। এই দলগুলিতে অংশগ্রহণ করছেন অভিনেতা ও অভিনেত্রীরা। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে প্রযোজক মোস্তাফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা ছিল। ম্যাচ চলাকালীনই মাঠে উত্তেজনা ছড়ায়। কিন্তু তখনকার মতো বিষয়টি থিতিয়েও যায়। ম্যাচ শেষ হওয়ার পর গভীর রাতে ফের উত্তেজনা ছড়ায় ২ পক্ষের মধ্যে। এর পর সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ পক্ষ। প্রযোজক মোস্তাফা কামার রাজ এক অভিনেতাকে মারধর করেন বলে জানিয়েছেন এক অভিনেত্রী। এর পর ২ পক্ষের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে বেশ কয়েকজনের হাত – পা ভেঙেছে। তাদের ঢাকার জাতীয় অস্থিবিজ্ঞান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

জয় চৌধুরী নামে এক অভিনেতা অভিযোগ করেছেন, শুক্রবারের ম্যাচটিতে গড়াপেটা হয়েছে। সেকথা বললে মোস্তাফা কামাল রাজ মনোজ প্রামাণিক নামে এক অভিনেতাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন।