BJP: কলকাতায় মহিলা মোর্চার সভায় মানিব্যাগ চুরি গেল দুই বিজেপি বিধায়কের,পকেটমারি রাজঘাটেও

রাজঘাটে জুতো খুইয়েছেন বাংলার মন্ত্রী সুজিত বসু। ফোন হারিয়েছেন সাংসদ শান্তনু সেন। দিল্লিতে গিয়ে পথও হারিয়ে ফেলেন গোলাম রব্বানি। তবে এটা তো সুদূর দিল্লির কথা। এর বিপরীত ছবিটাও রয়েছে।

কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে যোগ দিতে গিয়ে মানিব্যাগ হারালেন বিজেপির দুই বিধায়ক। প্রচন্ড বৃষ্টির মধ্যে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল গান্ধীমূর্তির পাদদেশের দিকে। সেই সময় ভিড়ের মধ্যে পকেটে হাত দিয়ে দুই বিজেপি বিধায়ক দেখেন, খোয়া গিয়েছে মানিব্যাগ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

সেই মানিব্যাগে তাঁদের পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, নগদ টাকাও ছিল। কিন্তু দলীয় কর্মসূচিতে কে তাদের পকেট থেকে মানিব্যাগ তুলে নিল?

যে দুই বিধায়কের মানিব্যাগ চুরি গিয়েছে তাঁরা হলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা ও কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস। তাঁদের দুজনেরই মানি ব্যাগ হাওয়া।

এবার প্রশ্ন তবে পার্টি কর্মীদের ভিড়েই মিশে ছিল পকেটমার? সেটা কি আদৌ সম্ভব? সেটা যদি সম্ভব না হয় তবে বিধায়কের কাছে পিঠে যারা ছিলেন তাদের মধ্য়েই কি কেউ হাত সাফাই করে ফেলল? এনিয়ে নানা প্রশ্ন উঠছে। বিজেপির মহিলা মোর্চার সভায় যোগ দিতে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু ভিড়ের মধ্য়ে একী কাণ্ড!

অন্যদিকে রাজঘাটেও অনেকের অনেক কিছু চুরি গিয়েছে। এদিন রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা কর্মীরা অবস্থানে বসেছিলেন। ২ ঘণ্টার অবস্থান। তার মধ্য়েই দিল্লি পুলিশের বার বার হুইসিল। কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় তৃণমূলের নেতা কর্মীরা। বিধ্বস্ত অবস্থা তাঁদের। মন্ত্রী সুজিত বসুর জুতো হারিয়ে যায়। অন্যদিকে তৃণমূলের দুই সাংসদের ফোন চুরি গিয়েছে বলেও দাবি করা হয়েছে। এখানেই প্রশ্ন ভিড়ের মধ্য়ে রাজঘাটের মতো জায়গায় তাঁদের ফোন কে চুরি করল?

বিজেপির সভায় গান্ধীমূর্তির পাদদেশে যেমন বিজেপির লোকজন ছিলেন। সেখানে কীভাবে চুরি গেল বিজেপি বিধায়কের মানিব্যাগ? অন্যদিকে রাজঘাটের অবস্থানে তৃণমূলের লোকজনই ছিলেন। সেখানে কীভাবে জুতো থেকে ফোন খোয়া গেল? এই প্রশ্নটা ভাবাচ্ছে অনেককেই।

শুভেন্দু বলেন, রাজঘাটে চোরেরা গিয়েছে। ওটা চোরেদের কর্মসূচি। দিল্লিতে ২০ মিনিট বসতে পারেনি। সিআইএসএফ হুইসিল মেরেছে আর তৃণমূল পালিয়ে গিয়েছে।