Harpal Randhawa Death: জিম্বাবোয়েতে হিরের খনির কাছে ভেঙে পড়ল বিমান, পুত্র সহ ভারতীয় ধনকুবেরের মৃত্যু

 দক্ষিণ পশ্চিম জিম্বাবোয়ের কাছে  ভেঙে পড়েছিল ব্যক্তিগত জেট বিমান। আর সেই প্রাইভেট জেটে ছিলেন ভারতীয় ধনকুবের হরপল রণধাওয়া। তার পুত্রও ছিলেন ওই প্রাইভেট জেটে। মৃত্যু হয়েছে দুজনেরই। একটা হিরের খনির কাছে ভেঙে পড়ে ওই ব্যক্তিগত জেট। বলা হচ্ছে কারিগরি ত্রুটির জেরে এই কাণ্ড হয় বলে দাবি করা হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, সোনা ও কয়লা খনির মালিকানা ছিল ওই ধনকুবেরর। সেই এলাকায় প্রাইভেট প্লেনে ছিলেন তিনি ও তার সন্তান। সেই সময় আচমকাই ভেঙে পড়ে বিমানটি। 

সিনেমা নির্মাতা হোপওয়েল চিনোনো রণধাওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রায় ৪ বিলিয়ন ব্যক্তিগত ইকুইটি ফার্মের প্রতিষ্ঠাতা ছিলেন। চিনোনো বলেন, আমি হরপাল রণধাওয়ার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। তিনি রিওজিমের মালিক ছিলেন। আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তার মধ্য়ে তাঁর পুত্রও ছিলেন। তিনি ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। তবে তিনি আসলে একজন পাইলট। যান্ত্রিক ত্রুটির জেরে ভেঙে পড়ে বিমানটি। তিনি এক্স হ্যান্ডেলে  বিষয়টি জানিয়েছেন।

জানা গিয়েছে সিঙ্গল ইঞ্জিনের ওই প্লেনটি উড়ছিল। মুরোওয়া হিরের খনির কাছে  ওই বিমানটি উড়ছিল। এই খনির একাংশ রিওজিমের মধ্যে পড়ে। মনে করা হচ্ছে ওই প্লেনে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তার জেরে মাঝ আকাশেই বিস্ফোরণ হয়। এরপরই বিমানটি ভেঙে পড়ে যায়। ওই বিমানে যারা ছিলেন প্রত্যেকের মৃত্যু হয়েছে। 

সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটা থেকে ৮টার মধ্য়ে এই বিমান দুর্ঘটনা হয়। সেখানে ৬জনের মৃত্যু হয়। হেরাল্ড সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।