TMC MGNREGA protest: কেন্দ্রের কৌশল? গিরিরাজের বদলে সাধ্বী নিরঞ্জন দেখা করতে পারেন TMC-র সঙ্গে

রাজ্যের ‘বকেয়া’ চাইতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূল। কিন্তু তিনি সময় দিতে পারেননি। তাঁর জায়গায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সূত্রের খবর, কেন্দ্রের তরফে সে রকমটাই জানানো হয়েছে তৃণমূলকে।

এর আগে গত মার্চ এবং এপ্রিলে, দু’দফায় গ্রমোন্নয়ন মন্ত্রকের কাছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে চিঠি দিয়েছিলেন সাংসদ সৌগত রায়। সেই চিঠির উত্তর দেন, সাধ্বী নিরঞ্জন। সূত্রের খবর, সে কারণে তৃণমূলের প্রশ্নের জবাব দেওয়ার জবাব দেওয়ার জন্য তাঁকে এগিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার গ্রমোন্নয়ন মন্ত্রকে তৃণমূল দেখা করতে গেলে তিনিই কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে। 

এর আগে ১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে ৩ অক্টোবর কথা বলার জন্য কেন্দ্রীয় গ্রমোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-এর কাছে সময় চায় তৃণমূল। কিন্তু মন্ত্রকের তরফে জানানো হয়, ওই সময় ছত্তিশগড়ে দলীয় প্রচারে ব্যস্ত থাকবেন তিনি।

(পড়তে পারেন। বাংলার ‘বকেয়া’ আদায়ে দিল্লিতে তৃণমূল, আন্দোলনে জুড়তে পারে নয়া কর্মসূচি)

পরে সংসদে তাঁর সঙ্গে দেখা হলে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ করেন তাঁদের সময় দেওয়ার জন্য। মন্ত্রী তাঁকে আশ্বাস দেন, তিনি চেষ্টা করবেন থাকার 

তবে মন্ত্রীর না থাকার সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্র সাধ্বী থাকবেন মন্ত্রকে। তিনি কথা বলবেন, তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে।

সোমবার রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে, দিল্লির কর্মসূচি শুরু করবে তৃণমূল। এদিনই দুপুরে ফের বৈঠকে বসবে দল। বৈঠক ঠিক হবে মঙ্গলবারের কর্মসূচি। ওই ঠিক কখন গ্রামোন্নয়ন মন্ত্রকে যাওয়া হবে এবং কারা কারা যাবেন তা নিয়েও কথা হবে বৈঠকে।

এর সঙ্গে যন্তরমন্তরে ধর্না কর্মসূচি রয়েছে। পুলিশ যদি করতে না দেয় তবে বিকল্প হিসাবে কী কর্মসূচি নেওয়া হবে তা ঠিক হবে সোমবারের বৈঠকে। যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবন পর্যন্ত একটি মিছিল হতে পারে। পুলিশ সেই মিছিল করতে দেবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে।

মহিলা এবং গেরুয়াধারী বলেই কী কৌশলগত ভাবে সাধ্বীকে এগিয়ে দেওয়া হচ্ছে? এ প্রশ্নও করছেন কেউ কেউ।