TMC MGNREGA protest: ‘সাধারণ মানুষের গায়ে হাত দিলে…!’ যন্তরমন্তরের সভা নিয়ে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের

বাংলার ‘বকেয়া টাকা’ আদায়ে দিল্লিতে দ্বিতীয় দিনের কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে যন্তরমন্তরে প্রতিবাদ সভা করবে তৃণমূল। সেই প্রতিবাদ সভায় হাজির থাকবেন বাংলা থেকে যাওয়া শয়ে শয়ে একশ দিনের জব কার্ড হোল্ডাররা। তবে প্রথম দিনে কর্মসূচির অভিজ্ঞতা ভাল না ঘাসফুল শিবিরের। রাজঘাটে অবস্থানে বসলে পুলিশ রীতিমতো লাঠি উঁচিয়ে তাড়া করে বলে অভিযোগ। তবে মঙ্গলবার পুলিশ যদি এমন কিছু কাণ্ড করে তবে ছেড়ে দেওয়া হবে না, হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে অবস্থানে বসেছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু দিল্লি পুলিশ তাঁদের লাঠি উঁচিয়ে তাড়া করে বলে অভিযোগ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারারও চেষ্টা হয়েছে। 

 এদিন সন্ধ্যায় মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বৈঠক করে তৃণমূল। বৈঠকের পর অভিষেক যন্তরমন্তরের কর্মসূচি ঘোষণা করেন। তিনি পুলিশকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী প্রথমে দুপুর ১২টার সময় দেখা করার সময় জানিয়েছিলেন। কিন্তু পরে ইমেল করে জানানো হয়, দুপুরে তাঁর সময় হবে না সন্ধ্যায় তিনি দেখা করবেন। তাই আমরা দুপুর ১টা থেকে আমরা যন্তরমন্তরে সভা করব। বাংলা থেকে সাধারণ মানুষরা এসেছেন। তাঁরা এই সভায় যোগ দেবেন। যদি পুলিশ গায়ে হাত দেয় তবে পরিস্থিতি ভয়ঙ্কর হবে।’

তিনি রাজঘাটের প্রসঙ্গ তুলে বলেন, ‘রাজঘাটে সাংবাদিক বৈঠক করছি, হঠাৎ পুলিশ জলকামান ছুড়ল। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমাদের মহিলারকর্মীদের উপর লাঠিচার্জ করল। পুরুষ কনস্টেবলরা মহিনাদের উপর হামলা চালিয়েছে। আমাদের গায়ে হাত দিয়েছে আমারা মেনে নিয়েছি। কিন্তু মঙ্গলবার যদি সাধারণ মানুষের গায়ে হাত দেয় তবে বিজেপি যে ভাষা বোঝে আমরা সেই ভাষাতেই উত্তর দিতে জানি। ’

এর পর কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘মাটি তোমার, জায়গা তোমার, রেফারি তোমার। তোমার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানিয়ে করছি। তৃণমূলকে মারো। আমাদের গায়ে হাত পড়লে আমরা মেনে নিয়েছি। কিন্তু বাংলা থেকে প্রচুর সাধারণ মানুষ জব কার্ড হোল্ডার ও সাধারণ মানুষ এসেছেন। তাঁদের গায়ে আঁচড় পড়লে ফল খারাপ হবে।’

অভিষেক আরও বলেন, বিজেপি যত আটকানোর চেষ্টা করবে আন্দোলন তত তীব্রতর হবে। 

সিবিআই তদন্ত প্রসঙ্গে

এদিন গ্রমোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং একশ দিনের কাজের টাকার ব্যবহার নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এদিন অভিষেক তার জবাব দিয়ে বলেন, ‘২০২১ সাল থেকে ২০০টি কেন্দ্রীয় দল বাংলায় কেন্দ্রীয় প্রকল্পে টাকার ব্যবহার নিয়ে পরীক্ষা করেছে। কেবল ১০০ দিনের কাজের তদন্তে ৬৯টি কেন্দ্রীয় দল বাংলায় এসেছে। কিন্তু তারা কী পেয়েছিল? ’

একই সঙ্গে বিভিন্ন মামলার তদন্তে সিবিআই-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।