মধ্যবিত্তের জীবন সংগ্রাম নিয়ে সিনেমা

সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছেন তানভীর হাসান। নাম ‘মধ্যবিত্ত’। নিজের গল্প-চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তিনি। ছবিটি নির্মিত হয়েছে সিনে মিডিয়ার ব্যানারে।

বেশ কিছু দিন আগেই ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এবার প্রকাশ করা হয়েছে এর ফার্স্টলুক পোস্টার। যেখানে ছবির মুখ্য চরিত্রের অভিনেতা ওমর মালিকের সঙ্গে আছেন মাসুম আজিজ, এলিনা শাম্মী ও শিশির সরদার। পোস্টারে শহর ও গ্রামের সমন্বিত ছায়া তুলে ধরা হয়েছে।

নির্মাতা তানভীর হাসান জানান, গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা, কোনও জায়গার চরিত্র বাদ যায়নি এই ছবিতে। তার ভাষ্য, ‘এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকের জন্য নির্মাণ করেছি। সিনেমাটিতে শ্রেণি বিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন রেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’

অন্যদিকে ছবির অভিনেতা ওমর মালিক বলেন, ‘এই সিনেমার গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে ধারণ করবে বলে আমার বিশ্বাস। নাম শুনে গল্পের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে হয়ত। কিন্তু তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করেছি আমরা।’

নির্মাতা জানান, শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ করা হবে। সেই সঙ্গে জানানো হবে মুক্তির তারিখ। এতে আরও অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজু প্রমুখ।