বিচারক বদলের প্রক্রিয়ার শুরু, হাইকোর্টের নির্দেশ গেল আইনমন্ত্রীর কাছে

নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির প্রক্রিয়া শুক্রবার শুরু হল। তাঁকে সরানোর জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু আইনমন্ত্রী ফাই সই না করায় আটকে ছিল বদলির প্রক্রিয়া।  ফের আজই তাঁকে সরানোর প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুক্রবার বিচারপতি জানিয়েছেন, এদিনই অর্ডারের কপি আপলোড করে দেওয়া হবে। আইনমন্ত্রীকে সেই নির্দেশ জানানো হবে। 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ সিবিআইয়ের বিশেষ আদালতে অভিযোগ করেছিলেন, জেরার নাম করে তাঁকে হেনস্থা করা হচ্ছে। তাঁর অভিযোগের অভিযোগের ভিত্তিতে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, পুলিশ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে পারে। 

হাইকোর্টের নির্দেশ অমান্য করে SIT গঠন করায় সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে অবিলম্বে অপসারণের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ৪ অক্টোবরের মধ্যে তাঁর জায়গায় অন্য বিচারপতি নিয়োগ করতে নির্দেশ দেন। সঙ্গে জানান, নতুন বিচারক না আসা পর্যন্ত ওই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি স্থগিত থাকবে।

(পড়তে পারেন। বিচারকের বদলি আটকে থাকায় আইনমন্ত্রীকে তলব জাস্টিস গাঙ্গুলির, কী বললেন মলয় ঘটককে?)

বিচারপতি গঙ্গোপাধ্যেয় প্রশ্ন তোলেন,  নিয়োগ দুর্নীতি মামলায় যখন সিবিআই তদন্ত করছে, তখন বিচারক কী ভাবে এই নির্দেশ দিলেন। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। 

কিন্তু পরে বিচারপতি জানাতে পারেন আইনমন্ত্রী মলয় ঘটক ফাইলে সই না করায় বিচারকের বদলি আটকে রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতি আইনমন্ত্রীকে এজলাসে ডেকে পাঠান। আদালতে হাজির হয়ে আইনমন্ত্রী বলেন ৬  অক্টোবর পর্যন্ত তাঁকে সময় দেওয়া হোক। 

কিন্তু ২৭ সেপ্টেম্বরের নির্দেশনামায় কিছু অনিচ্ছাকৃত ভুল থাকায় তা পরিবর্তন করা হয়েছে। এরপর বিচারপতি জানান আজই আপলোড করা নির্দেশের কপি। তা জুডিশিয়াল সেক্রেটারিকে জানাবেন রেজিস্ট্রার জেনারেল। জুডিশাল সেক্রেটারি তা জানাবেন মন্ত্রীকে।  সূত্রের খবর, ইতিমধ্যে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।