Air India First Look: এয়ার ইন্ডিয়ার নয়া লুক,চোখ ফেরাতে পারবেন না

শ্রীলক্ষ্মী বি

ইন্ডিয়ান এয়ারলাইন্স বলতেই চোখের সামনে ভেসে ওঠে সেই গোঁফ পাকানো মহারাজের ছবি। তবে এবার এয়ার ইন্ডিয়া তার লোগোতে কিছু বদল আনল। তার শরীরের উপরের ডিজাইনেও কিছু বদল আনা হচ্ছে। কিন্তু তাতে সেই চিরপরিচিত লুকস যে একেবারে বদলে যাচ্ছে এমন নয়। এনিয়ে এক্স হ্য়ান্ডেলে সেই নয়া লুকস শেয়ার করেছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। সেখানে তারা লিখেছে, ম্যাজেস্টিক এ ৩৫০-এর প্রথম লুকের ছবি থাকল। আমাদের এ৩৫০ শীতের মধ্যেই চলে আসবে। এখন পেইন্ট হাউসে রয়েছে। এক্স হ্যান্ডেলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

এরপর প্লেনের রঙ করার সেই ছবি দেওয়া হয়েছে। সেখানে সাদা ও লাল রঙ থাকছে। লাল, সাদা ও পার্পল রঙ থাকছে বিমানে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। এককথায় চোখ ফেরানো যাবে না।

 

তবে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যে রঙের সবথেকে বেশি সম্পর্ক সেটা হল লাল। সেই লাল রঙ অবশ্যই থাকছে। সাদার উপর লাল দিয়ে লেখা হয়েছে এয়ার ইন্ডিয়া। এই নতুন রূপ নিয়ে টাটা সনসের চেয়ারম্যান চন্দ্রশেখরন আগেই ইঙ্গিত দিয়েছিলেন। টাটা সনস আগেই জানিয়েছিল, এয়ার ইন্ডিয়া আর ভিস্তেরাকে একই অঙ্গে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২২ সালের ২২ জানুয়ারি এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করেছিল টাটা সনস। আর্থিক সমস্যায় জর্জরিত ছিল এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়াকে ফের জাগিয়ে তোলার ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছে টাটা সনস। এবার তারই সঙ্গে যুক্ত হল নয়া লুকস। আরও স্মার্ট হচ্ছে এয়ার ইন্ডিয়া। কার্যত দেখলেই চাপতে ইচ্ছে করবে।

এয়ার ইন্ডিয়ার বিমান মানেই অনেকেরই মনে পড়ে যায় পুরানো সেই দিনের কথা। যেদিন ভারতের আবেগের সঙ্গে জড়িয়ে থাকত এয়ার ইন্ডিয়া। অনেকটা দেশের সঙ্গে জড়িয়ে থাকা আবেগের মতো। তবে পরে সেই বিমান সংস্থা আর্থিক কারণে সমস্য়ায় পড়ে যায়। পরে টাটা সনস এটা অধিগ্রহণ করে। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে এয়ার ইন্ডিয়া। এবার আসছে নয়া লুকসে। আরও ঝকঝকে, স্মার্ট।