শাহরুখের সঙ্গে তুলনাকে ‘সবচেয়ে খারাপ’ বললেন শহিদ কাপুর

ব্যাকগ্রাউন্ড ড্যান্সার থেকে প্রথম সারির অভিনেতা, বলিউডে শহিদ কাপুরের জার্নিটা এরকম। অভিনয় গুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে শুরুর দিকে তাকে রোম্যান্টিক ঘরানার ছবিতেই বেশি দেখা গেছে। তখন অনেকেই বলতো, বলিউডের পরবর্তী শাহরুখ খান হতে পারেন শহিদ কাপুর।

তবে এই তুলনাকে একেবারেই পছন্দ করেন না ‘হায়দার’ অভিনেতা। তার মতে, অন্য কোনও তারকার সঙ্গে তুলনা করা ইন্ডাস্ট্রির ‘সবচেয়ে খারাপ’ দিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শহিদ বলেন, ‘এটা সবচেয়ে খারাপ একটা বিষয়। কেন আপনাকে পরবর্তী অমুক-তমুক হতে হবে? আপনি তো আপনিই। একটা কাজের সবচেয়ে খারাপ দিক এটাই যে, আপনাকে অন্য আরেকজনের মতো হতে হবে। আপনি যদি তার মতো হন, ভবিষ্যতে আপনিও সফল হবেন; এটা আমার জীবনে শোনা সবচেয়ে বোকা যুক্তি।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় একটি উদাহরণও দিলেন শহিদ। বললেন, ‘এটা অনেকটা আইসক্রিম তৈরির মতো। ধরুন কেউ ভ্যানিলা আইসক্রিম পছন্দ করলো, তাহলে কি তাকে শুধু ওই একটি আইসক্রিমই দিয়ে যাবেন? না, ভিন্ন আরেকটা ফ্লেভার দিতে হবে। কেন আপনি আরেকজনের আলো চান? প্রত্যেকেই তার নিজস্ব সূর্য হয়ে উঠতে পারে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘হায়দার’ সিনেমা দিয়ে একেবারে নিজের ভিন্ন পরিচিতি তৈরি করেন শহিদ কাপুর। এরপর থেকে তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘রেঙ্গুন’, ‘কবির সিং’, ‘জার্সি’র মতো বৈচিত্র্যপূর্ণ ছবি উপহার দিয়েছেন। 
শহিদকে সর্বশেষ দেখা গেছে আলি আব্বাস জাফর নির্মিত ‘ব্লাডি ড্যাডি’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নাম চূড়ান্ত না হওয়া একটি ছবি। যেখানে তার নায়িকা কৃতি স্যানন। 

সূত্র: ইন্ডিয়া টুডে