অভিষেকের ধরনায় মতুয়া ঝান্ডার উপস্থিতি, গড় আগলাতে সুকান্ত ছুটলেন ঠাকুরনগর

একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই ধরনা মঞ্চে মতুয়াদের উপস্থিতি দেখা যায়। রবিবার কয়েকজন মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি তাঁদের সম্প্রদায়ের পতাকা নিয়ে হাজির হন সেখানে। আর ঠিক পরদিনই আজ, সোমবার ঠাকুরনগরে ছুটলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনার সঙ্গে তাঁর সফরের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বালুরঘাটের সাংসদ।

কিন্তু এটা বিজেপির নীচুতলার অংশ মানতে রাজি নন। তাঁদের দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন এখন কার্যকর হয়নি। তাই মতুয়াদের মধ্যে বিজেপিকে নিয়ে একটা বড় ক্ষোভ রয়েছে। সেটা পঞ্চায়েত নির্বাচনেই টের পাওয়া গিয়েছে। এমনকী বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বয়ং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেই ক্ষোভের আঁচ বুঝতেই সুকান্ত মজুমদারের ঠাকুরনগর সফর। যদিও সুকান্ত মজুমদার এই বিষয়ে বলেন, ‘গাইঘাটায় আমাদের একজন কর্মী খুন হয়েছেন। তাই আমি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ফেরার পথে ঠাকুরবাড়িতে প্রণাম করতে যাব। তার বেশি আর কিছু নয়।’ কিন্তু এটা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে বিজেপির উত্তরবঙ্গে অনেকটা থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। সেটা প্রতিটি নির্বাচনে দেখা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন থেকে ধূপগুড়ি নির্বাচন তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে বিজেপি পিছনে ফেলে। সেখানে যদি ঠাকুরনগরও হাতছাড়া হয় তাহলে তো মুখ দেখাবার জায়গা থাকবে না। বিজেপি সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ ঠাকুরনগরে পৌঁছবেন সুকান্ত মজুমদার। আর বৈঠকও করবেন তিনি। সেখানে থাকার কথা গাইঘাটার বিজেপি বিধায়ক তথা ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরের। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ওই বৈঠকে থাকবেন না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:‌ ‘দেশের দরকার, দিদির সরকার’, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে প্রচারে নয়া টিম 

আর কী জানা যাচ্ছে?‌ ২০১৯ এবং ২০২১ সালের লোকসভা–বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে মতুয়া ভোট বেশি পেয়েছে বিজেপি। তবে পঞ্চায়েত নির্বাচনে পারেনি বিজেপি। মতুয়া প্রভাবিত শান্তিপুর, রানাঘাট, কল্যাণী (গ্রামীণ) দাপট দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এখন মতুয়া ভোট নিজেদের দিকে টানতে উদ্যোগ দেখা গিয়েছে। মমতাবালা ঠাকুরের নেতৃত্বে গত ৩ অক্টোবর কলকাতায় একটি সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনও সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়নি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে মতুয়াদের উপস্থিতি বিজেপিকে ভাবিয়ে তুলেছে।