ফিরহাদ, মদনের বাড়িতে সিবিআই তল্লাশিতে খুশি হয়েছেন অভিষেক: সুকান্ত

পুর নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ হাকিম, মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশিতে খুশি হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের সরিয়ে দেওয়া গেলে দলের দখল নিতে সুবিধা হবে অভিষেকের।

এদিন সুকান্তবাবু বলেন, ‘আমার কাছে খবর আছে, ফিরহাদ হাকিম, মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশিই হয়েছেন। এসব দেখিয়ে ওদের মাঠের বাইরে পাঠিয়ে সহজে দলের দখল নিতে পারবেন তিনি। তৃণমূলের অন্দরে এখন ২টি দল তৈরি হয়েছে। একটি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের নিয়ে, অন্যটি অভিষেক ও তাঁর অনুগামীদের নিয়ে। মমতার সঙ্গে রাজনীতি করা পোড় খাওয়াদের তাড়াতে না পারলে অভিষেককে কেউ নেতা বলে মানবে না। তাই দলের পোস্টার ব্যানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাদ পড়ছে। এমনকী মমতার পছন্দের নীল সাদা রং বাদ পড়েছে অভিষেকের ধরনা মঞ্চে।

এদিন সুকান্তবাবু প্রশ্ন তোলেন, সকাল থেকে বেশ কয়েক ঘণ্টা হল মদন, ফিরহাদের বাড়িতে সিবিআই তল্লাশি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ধরনা মঞ্চেই রয়েছেন। এখনো তিনি কোনও প্রতিক্রিয়া দিলেন না কেন? কারণ মনে মনে তিনি খুশি হয়েছেন।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার সকাল ৯টা থেকে ফিরহাদ ও মদনের বাড়ি ছাড়াও রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান ও প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সিবিআইয়ের দাবি, ২০১৪ সাল থেকে ৬৮ পুরসভায় প্রায় ৬০০০ নিয়োগের মধ্যে ৫০০০-ই ভুয়ো।