Navaratri: নবরাত্রির অনুষ্ঠানের কাছে ঘেঁষতে দেবেন না লাভ জেহাদিদের, মুসলিমরা যেন…বিরাট দাবি তুলল VHP

সামনেই আসছে নবরাত্রি। গুজরাটের বিভিন্ন প্রান্তে এই নবরাত্রি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে বিশ্ব হিন্দু পরিষদের এনিয়ে এবার বিশেষ দাবি রয়েছে। শনিবার পরিষদের তরফে দাবি করা হয়েছে, গুজরাট সরকারকে নিশ্চিত করতে হবে যাতে লাভ জেহাদিরা নবরাত্রির মণ্ডপে ঢুকতে না পারেন। এমনকী কোনও মুসলিম সম্প্রদায়ের লোকজন যাতে এই মণ্ডপের আয়োজনে না থাকে, না কাজ করে সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে।

নবরাত্রির আগে কার্যত তাৎপর্যপূর্ণ দাবি। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন জানিয়েছেন, হিন্দুদের ধর্মীয় সভার উপর টার্গেট করা হচ্ছে। দেবীকে পুজো করার একটা সুযোগ হল এই গরবা। কিছু জেহাদিরা এই সুযোগটা নিচ্ছে। আমি সমস্ত গরবা আয়োজকদের কাছে আবেদন করছি, প্যান্ডেল কর্মী থেকে ক্য়াটারিং সার্ভিস, নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন, এদের মধ্য়ে কাউকে মুসলিম রাখাটা উচিত হবেন না। পরিচয়পত্র, আধার কার্ড দেখে তারপর ঢুকতে দিন।

সংগঠনের তরফে জানানো হয়েছে, গুজরাট সরকারকে নিশ্চিত করতে হবে যাতে গরবার অনুষ্ঠানকে কেউ লাভ জেহাদের জায়গায় পরিণত করতে না পারে। তিনি বলেন, আমরা এটা থামিয়ে দিতাম। কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকারণে সরকারকে এটা নিশ্চিত করতে হবে। কোনও লাভ জেহাদি যাতে নবরাত্রির অনুষ্ঠানের ধারে কাছে ঘেঁষতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।

তবে অনেকের মতে, এই ছবি একেবারেই বাংলার বিপরীত। বাংলার পুজোর আয়োজনে অন্য ধর্মীয় সম্প্রদায়ের লোকজনও উপস্থিত হন। এমনকী আয়োজনেও তাঁদের ভূমিকা থাকে। এটাই বাংলার সম্প্রীতি। এই সম্প্রীতির জন্যই বাংলা অনন্য।

তবে গুজরাটে অবশ্য় অন্য দাবি করছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতারা।

৯ দিনের নবরাত্রি উৎসব। এবছর ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এই নবরাত্রি উৎসব হবে। তবে পরিষদের নেতার দাবি, হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানেও হামলা চালানো হচ্ছে। পাথর ছোঁড়া হচ্ছে। এর তীব্র প্রতিবাদ করা হয়েছে। এটা চলতে পারে না।