Congress on Hamas: হামাসের পাশে দাঁড়িয়েছে হাত চিহ্ন? খোঁচা বিজেপির, বাজপেয়ীর কথা মনে করাল কংগ্রেস

কংগ্রেস হামাসদের সমর্থন করছে ও প্যালেস্টাইনের ব্যাপারটা নিয়ে সহানুভূতি প্রকাশ করছে। এমনকী ইজরায়েল নিয়ে মুখ খুলছে না। এই অভিযোগ তুলে কংগ্রেসকে একহাত নিল বিজেপি। তবে এবার বিজেপির সেই আক্রমণের জবাব দিল কংগ্রেস।

লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ জানিয়েছেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যে প্রস্তাব রাখা হয়েছে তা নিয়ে দলের মধ্য়ে কোনও মতবিরোধ নেই। আমরা আলোচনার মাধ্য়মে প্যালেস্টাইনের ইস্যুর সমাধান করার পক্ষে রয়েছি।

কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপি এখন মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রস্তাব নিয়ে বিজেপি এখন রাজনীতি করার চেষ্টা করছে। আমরা চাই ইজরায়েল, গাজাতে যে ভারতীয়রা রয়েছেন তারা যেন নিরাপদে থাকেন। তাঁরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন। কোনও ক্ষোভ নেই। সবটাই গুজব।

কংগ্রেসের দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশ আগেই গোটা বিষয়টি নিয়ে দলের অবস্থান খুলে বলেছেন।

কংগ্রেসের দাবি, রাজস্থান, ছত্তিশগড়, মধ্য়প্রদেশে ভোটের প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে নানা ক্ষোভ। এখন সেদিক থেকে মনোযোগ ঘোরানোর জন্য নানা কথা বলছে ওরা। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ জানিয়েছেন, বিজেপির কৈলাশ বিজয়বর্গীয় আপনি বাজপেয়ীর সেই বক্তব্যটা একবার মনে করে দেখুন। তিনি কী বলেছিলেন সেটা একবার ভেবে দেখুন।

এর আগে বিজয়বর্গীয় এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ভীষণ নিন্দার ব্যাপার। প্যালেস্টাইনকে সমর্থন করে কংগ্রেস প্রস্তাব এনেছে। …কংগ্রেস এখন সন্ত্রাসবাদকে সমর্থন করছে। তাদের সঙ্গে আপোস করতে রাজি। আমরাও আগে বিরোধী আসনে ছিলাম। কিন্তু জাতীয় স্বার্থ নিয়ে আমরা কোনওদিন বিরোধিতা করিনি।

এদিকে কংগ্রেস তাদের প্রস্তাবে জানিয়েছিল, কংগ্রেস ওয়ার্কিং কমিটি তাদের আগের অবস্থান অনুসারে প্যালেস্টাইনের মানুষের জমির অধিকার, সরকার গড়ার অধিকার, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারের পাশে রয়েছে। তবে যুদ্ধ বন্ধের জন্য অবিলম্বে আলোচনায় বসা দরকার। বর্তমান দ্বন্দ্ব যাতে কোনওভাবেই বৃদ্ধি পেতে না পারে সেটা দেখা দরকার।