Kamduni Gang Rape: ‘আশা কম’ তবুও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে দিল্লি গেলেন মৌসুমী, টুম্পারা

কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ডে সুবিচারের দাবিতে বিজেপির উদ্যোগে দিল্লিযাত্রা করলেন নিহতের পরিবারের সদস্য ও প্রতিবাদীরা। বুধবার সকালে বিমানে দিল্লি যান মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা। তাঁদের সঙ্গে দিল্লি গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আজই আইনজীবীর সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানাবেন তাঁরা। এই ঘটনায় ইতিমধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

আমরা এরাজ্যে বিচার পাইনি। বিচারের আশায় আমরা আজ সুপ্রিম কোর্টে যাচ্ছি। আজই আমরা উকিলের সঙ্গে কথা বলে কেস ফাইল করব। বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। জানি না আমরা বিচার পাব কি না। সেই চার্জশিট, ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ টেস্টের রিপোর্টের ওপরে ভিত্তি করেই বিচার হবে। তবু একটু আশা নিয়ে যাচ্ছি।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে কামদুনি মামলা লড়বেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ।

বলে রাখি, গত শুক্রবার কামদুনি মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট। রায়ে নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত ৩ অপরাধীর মধ্যে ২ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১ জনকে বেকসুর খালাস করে আদালত। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ৩ জনের সাজা কমিয়ে ৭ বছর করে হাইকোর্ট। এর ফলে সোমবারই জামিনে জেল থেকে মুক্ত হয়েছে তারা। আদালতের এই রায়ের পর রাজ্যজুড়ে ব্যাপক জনবিক্ষোভ দেখা দেয়। সেই রাতেই কামদুনি গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন সিআইডির আধিকারিকরা। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবেন বলে পরিবারকে জানান তাঁরা। সোমবারই সুপ্রিমকোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জারি করে রাজ্য সরকার। তবে হাইকোর্টের রায়ে ছত্রে ছত্রে স্পষ্ট, তদন্তে গাফিলতির জেরেই মুক্তি পেয়েছে অভিযুক্তরা।