Digha: দিঘার সৈকতে উঠে এল বিশাল প্রাণী, অবাক মৎস্যজীবীরাও

দিঘা লাগোয়া তালসারি সৈকতে উদ্ধার হল ঘড়িয়াল। শুক্রবার সাত সকালে এই ঘটনায় মৎস্যজীবীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সকালে সৈকতে ঘড়িয়ালটিকে প্রথম দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। ঘড়িয়াল দেখতে সৈকতে রীতিমতো ভিড় জমে যায়।

অন্যান্য দিনের মতো শুক্রবার ভোরে সমুদ্রে মৎস্যশিকারের জন্য নৌকা ভাসানোর প্রস্তুতি নিচ্ছিলেন তালসারি সৈকতের মৎস্যজীবীরা। তখনই বিশাল ঘড়িয়ালটি তাঁদের নজরে আসে। অন্যান্য মৎস্যজীবীদের খবর দেন তাঁরা। খবর যায় বনদফতরে। এর পর বনদফতরের কর্মীরা এসে ঘড়িয়ালটি উদ্ধার করেন। ঘড়িয়াল দেখতে ততক্ষণে ভিড় করেছে বহু মানুষ।

 

তালসারি সৈকত থেকে ঘড়িয়াল উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বনদফতরের কর্মীরা। 

প্রাণীবিদ্যার শিক্ষকরা জানাচ্ছেন ওড়িশায় মহানদীতে ঘড়িয়ালদের বিশাল বসতি রয়েছে। এছাড়া ছোট ছোট নদীগুলির মোহনাতেও ঘড়িয়ালরা বাস করে। তালসারি সৈকতের পাশেই রয়েছে সুবর্ণরেখার মোহনা। সম্ভবত সেখান থেকে ভেসে সৈকতে চলে এসেছিল ঘড়িয়ালটি।

বন দফতরের তরফে জানানো হয়েছে, ঘড়িয়ালটিকে কয়েকদিন পর্যবেক্ষণের পর তাকে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে।