Fire at Emami Godown in Howrah: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার সাঁকরাইলে, দাউ দাউ করে জ্বলছে ইমামির ভোজ্য তেলের গুদাম

মহালয়ার দিনে সকাল সকাল ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার সাঁকরাইলে। আজ সকাল ৭টা নাগাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য তেলের গুদামে আগুন লাগে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, যে গুদামে আগুন লেগেছে, সেটি ইমামি অ্যাগ্রোটেকের। এরপরই খবর দেওয়া হয় দমকলকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। রিপোর্ট অনুযায়ী, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সকাল সাতটা নাগাদ প্রথম ইন্ডাস্ট্রিয়ার পার্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপরেই মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে একটি গোডাউন। জানা যায়, সেই গুদাম ঘরটিতে ভোজ্যতেল রাখা হয়।

এদিকে গুদামের কর্মীরাই প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে গোডাউনে প্রচুর পরিমাণ ভোজ্য তেল থাকায় আগুন বাইরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই আবহে অসুস্থ হয়ে পড়েন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েকজন কর্মী। এদিকে সেই গুদাম ঘরের আশপাশে আরও কারখানা ও গোডাউন থাকায় আতঙ্ক বাড়ছে। এই আবহে ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্যান্য কারখানা বা গোডাউনে কর্মরত কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিকে দমকলের তরফে জানানো হচ্ছে, ভোজ্য তেল দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। এই আবহে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে দমকলের আরও ইঞ্জিন আনা হতে পারে সেখানে। এদিকে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দমকলের তরফ থেকে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ‘কুলিং অফ’ প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করবে দমকল।