Suvendu Vs Mamata: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেই রাজ্যে অশান্তি লাগে, পালটা দিলেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেই রাজ্যে গোলমাল লাগে। মুখ্যমন্ত্রীর ভাষায় মুখ্যমন্ত্রীকে জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক দলীয় সভায় শুভেন্দুবাবু এই দাবি করেন।

বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে মন্ত্রিসভার বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘বিজেপি গোলমাল করতে পারে। এমনই খবর পেয়েছি। তাই চোখ–কান খোলা রাখতে হবে। আর সমস্ত মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকতে হবে।’

এদিন শুভেন্দুবাবু পালটা বলেন, ‘এই মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও দুর্গাপুজোর তথাকথিত উদ্বোধনে উসকানি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে ছিলেন তাই মুখটা বন্ধ ছিল। বেড়াতে গিয়েছিল। সেজন্য বিশ্ব নবি দিবসে মুসলিম ভাইরা বন্ধুরা কয়েক হাজার মিছিল করেছে। কোথাও অশান্তি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ ছিল তাই অশান্তি হয়নি। এ মুখ খুললেই অশান্তি লাগাবে। কারণ চাকরি নাই, বাকরি নাই, উন্নয়ন নাই’।

বলে রাখি, রাজ্যে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার স্মৃতি এখনও টাটকা। সেই হিংসার আগেও কলকাতায় ময়দান এলাকায় ধরনা মঞ্চ থেকে একই রকম মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এর পরই হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর মিছিলের ওপর হামলা হয়। যার পর সামপ্রদায়িক হিংসা ছড়ায় এলাকাগুলিতে। যে হিংসায় বহু হিন্দু পরিবার আক্রান্ত হয়েছে বলে অভিযোগ ওঠে।