World Cup 2023 Bachon Ki Tarah Mara Shoaib Akhtar’s Blunt Take On Pakistan’s World Cup Defeat Against India

লাহোর : ভারতের কাছে ৭ উইকেটে দুরমুশ হয়েছে পাকিস্তান। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আটে আট করেছে ভারত। আর হারের ধরন নিয়ে পাকিস্তান দলকে কার্যত তুলোধনা করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। পাকিস্তানের প্রাক্তন পেসার কোনওরকম রাখঢাক না করে বলেছেন, ‘ভারতীয় দল আমাদের দলকে ক্রিকেটীয় লড়াইয়ে পর্যুদস্ত করেছে। বাচ্চাদের মতো করে হারিয়েছে।’ পাক দলের বিরুদ্ধে রোহিত ব্রিগেড যে ছন্দ মেলে ধরেছে তাতে ২০১১ সালের পর ফের একবার ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে ভারতই ফেভারিট বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাক্তন পাক কিংবদন্তি।

বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan Match) প্রসঙ্গে বলতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘ভারতের পারফরম্যান্স দেখে ভরসা করতে শুরু করেছি ২০১১ সালের মতোই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে ওরা। সেমিফাইনালে যদি না কোনওভাবে ভুল কিছু করে বসে তাহলে ফের একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে ফেভারিট ভারতই। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত ক্রিকেটীয়ভাবে ধ্বংস করে দিয়েছে আমাদের। মনোবল ভেঙে দেওয়ার মতো পারফর্ম করেছে। পাকিস্তানকে পর্যুদস্ত করেছে ভারত।’

৬ টি ছক্কা ও সমসংখ্যক চারের সুবাদে ৬৩ বলে ঝোড়ো ৮৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যানের দুরন্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ শোয়েবের সংযোজন, ‘রোহিত শর্মা কার্যত ওয়ান ম্যান আর্মি হিসেবে লড়াই করেছে। গত কয়েক বছরে নিজেকে বড় খেলোয়াড় হিসেবে আরও দুরন্তভাবে মেলে ধরেছে ও। রোহিত যেমন দুরন্ত ব্যাটার। তেমনই ভারত এক দুর্ধর্ষ, কমপ্লিট স্কোয়াড। যে ম্যাচ হয়েছে, তাতে ক্রিকেটীয় মঞ্চে পাকিস্তানকে কার্যত হেনস্থা হতে হয়েছে ভারতের কাছে। বাচ্চাদের মতো করে হারিয়েছে। একসময় আর যেন চোখে দেখতে পাচ্ছিলাম না।’

একদিকে, ভারতীয় বোলারদের দাপটে দ্রুত একের পর এক উইকেট খোওয়ান পাক ব্যাটাররা। উল্টোদিকে ব্যাটাররা দাপুটে পারফরম্যান্সে প্রায় ২০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন ভারতকে। যার অনেকটাই হয়েছে হিটম্যানের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে। যা নিয়ে শোয়েব আখতারের সংযোজন, গত দু’বছর ধরে ব্যাটে সেভাবে কাঙ্খিত রান পাচ্ছিল না রোহিত। মনে হয়ে সেই গোটা সময়টার রান অভাব বিশ্বকাপের মঞ্চে সুদে-আসলে তুলে নেবে ও। 

আরও পড়ুন- ‘রোহিত তো আর সাড়ে ৬ ফুটের নয়’ পাক বোলারদের আক্রমণ আক্রামের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial