Durga Puja 2023: আবোল তাবলের দেশে যেতে চান? হাতিবাগানে গেলেই মিলবে সুকুমার সাম্রাজ্য

আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার এই মণ্ডপে একবার ঘুরে আসা দরকার।এতোদিন সুকুমার রায়ের‘আবোল তাবোল’বইয়ের পাতায় দেখেছেন। কিন্তু কখনও‘আবোল তাবোল’ দেশে পাড়ি দিয়েছেন?শুনতে অবাক লাগলেও এবার পুজোতে রয়েছে এমনই এক সুযোগ।নিমেষে পাড়ি দিতে পারেন এই দেশে। এই সুযোগ করে দিয়েছে, হাতি বাগান নবীন পল্লী দুর্গোৎসব। হুবহু আবোল-তাবোল-এর দেশে পরিণত করেছে এই পুজো কমিটি।

‘আবোল তাবোল’ এর প্রতিটা চরিত্র ফুটে উঠেছে এই প্যান্ডেলের দেওয়ালে। কোথাও খুঁড়োর কল তো কোথাও,কুমড়ো পটাশ, অবিকল আবোলতাবোলের সাম্রাজ্য তুলে ধরল এই পুজো প্যান্ডেল। যা দেখলে চোখ জুড়িয়ে যাবে যেকোনও মানুষেরই। তার সঙ্গে লেখা বেশ কয়েকটা কবিতার লাইনও। রয়েছে ট্যাঁশ গরু, একুশে আইন, কাতুকুতু বুড়ো আরও অনেক চরিত্র।

আরও পড়ুন: এই পুজোতে গ্রাম বাংলায় পাড়ি দিন, জেনে নিন নির্জনে পুজো কাটানোর বিশেষ কিছু ঠিকানা

আবোল তাবলের প্রায় সবকটি চরিত্র আঁকা রয়েছে দেওয়ালে। সম্পূর্ণ সাদা কালো রঙ দিয়ে সাজানো হয়েছে এই পুজো প্যান্ডেল। রয়েছে সুকুমার রায়ের তৈরি করা সবকটি কাল্পনিক চরিত্র।ছোটবেলার স্মৃতি একেবারে উস্কে দিয়েছে এই সুসজ্জিত প্যান্ডেলটি। আস্ত বইটাকেই যেন জীবন দিয়েছে হাতি বাগান নবীন পল্লী কমিটি।

উত্তর কলকাতায় ঠাকুর দেখতে গেলে আবোল তাবোলের দেশে যেতে ভুলবেন না । সাদা কালো এই প্যান্ডেলে রয়েছে অসাধারণ আলোকসজ্জা। রয়েছে অসাধারণ শিল্পকর্ম। একেবারে ভিন্ন স্বাদে সেজে উঠেছে এই মণ্ডপ। আপামর বাঙালির ঐতিহ্যকে যেন নিমেষে জাগিয়ে দিয়েছে এই পুজোটি। চাইলেই পুরনো স্মৃতিতে হাত বোলাতে পারবেন। ছোটদের ঠাকুর দেখার জন্য সেরা ঠিকানা এই প্যান্ডেল।

আরও পড়ুন: অবিকল যেন একটা মন্দির! নিউটাউনের এই প্যান্ডেল দেখলে চমকে যাবেন

কোথাও রয়েছে একুশে আইনের আদালত, কোথাও ডাক্তার খানা, কোথাও আবার ছায়া ভাড়া পাবার স্থান। প্রতিটা কবিতার জায়গাই যেন নিঁখুত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের উপরেও রয়েছে বেশ কিছু কারুকার্য। পুজোর গানেও সুকুমার ছোঁয়া। নিঁখুত ভাবে তুলে ধরা হয়েছে‘হাঁস ছিল সজারু’ অথবা ট্যাঁশগরুর সেই গল্প।