Israel-Hamas War: তুমি মায়ের মতো! ঘরে ঢুকে পড়েছিল হামাস জঙ্গি, চা খাওয়ালেন ইজরায়েলি মহিলা, তারপর…

শ্রীলক্ষ্মী বি

যুদ্ধের সময় টুকরো টুকরো নানা ঘটনা কার্যত নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। তেমনই একটি ঘটনা সামনে এনেছে সংবাদ সংস্থা এপি। রাচেল এদ্রি নামে এক মহিলার বাড়িতে ঢুকে পড়েছিল হামাস জঙ্গিরা। সঙ্গে ভয়াবহ গ্রেনেড। একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামনে কুখ্যাত হামাস জঙ্গিরা। সেই সময় ঘাবড়ে না গিয়ে ওই মহিলা বলেন, আসুন চা খেয়ে যান। সেই সঙ্গেই তিনি বিস্কুটও দেন। 

সেদিন ঠিক কী হয়েছিল?

সূত্রের খবর, সেদিন খুব ভোরে সাইরেন বেজেছিল। এরপর যে যার মতো করে সেল্টারে আশ্রয় নিয়েছিলেন। পরে তিনি ওফাকিমে তাঁর বাড়িতে ফিরে আসেন। আর সেখানে এসে দেখেন হামাস জঙ্গিরা তার লিভিং রুমে বসে আছে। বাইরে বার বার বিস্ফোরণের শব্দ। ভেতরে হামাস জঙ্গিরা বসে। কী করবেন তিনি? 

৬৫ বছর বয়সি ওই মহিলা বাড়িতে ঢোকেন। এক জঙ্গি বলে ওঠে, তোমাকে দেখে মায়ের কথা মনে পড়ছে। এদ্রি তখন তাকে বলেন, আমি সত্যি তোমার মায়ের মতো। আমি তোমাকে সহায়তা করব। আমি তোমার যত্ন নেব। কী চাও তুমি? 

এদিকে এক জঙ্গি তাকে বন্দুক দিয়ে মুখে চেপে ধরে। ট্রিগার টিপলেই সব শেষ। তবে এদ্রি ঘাবড়ে না গিয়ে তাকে শান্ত করেন। এরপর তিনি তাদের আনারস, চা, মরোক্কান বিস্কুট দেন। এমনকী গানও শোনান তিনি। তারাও হিব্রুতে গান করেন। কোকাকোলাও চেয়েছিল তারা। 

খাওয়া দাওয়া করে তারা তখন কিছুটা শান্ত। এদ্রি ওয়াইনেটে জানিয়েছেন, কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম ওরা জঙ্গি। 

তবে শেষ পর্যন্ত এদ্রির স্বামী ব্যাপারটা বুঝতে পারেন। তিনি নিজেও পুলিশে কর্মরত। এরপর পুলিশ এসে তাদের নিকেশ করে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝটিকা সফরের সময় এদ্রি তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বাইডেন তাঁকে ধন্য়বাদ জানান। ইজরায়েলিরা ইদ্রিকে এখন পৌরানিক চরিত্র ইয়ায়েলের সঙ্গে তুলনা করছেন। যিনি এক শত্রুপক্ষের জেনারেলকে খাইয়ে, ঘুম পাড়িয়ে হত্যা করেছিলেন। ঠিক সেরকমই যেন এদ্রি।