Kolkata Corporation: বঞ্চনা অতীত! কলকাতা পুরসভাকে ভরিয়ে দিচ্ছে মোদী সরকার, ৫০০ কোটি অনুদান, কী কাজ হবে?

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূলের তাবড় নেতাদের মতো তিনিও বার বার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। তবে এবার সেই কলকাতা পুরসভাকেই ৫০০ কোটি টাকা অনুদান দিল কেন্দ্রীয় সরকার। 

সূত্রের খবর, কলকাতা পুর এলাকার প্রকল্প রিপোর্টে খুশি কেন্দ্রীয় কর্তারা। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ডাকে দিল্লিতে একটা বৈঠক হয়েছিল। সেখানেই কলকাতা পুরসভার পক্ষ থেকে একাধিক কর্তা উপস্থিত ছিলেন। আর সেখানে যে প্রকল্প রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তা নিয়ে মোটের উপর খুশি দিল্লির আধিকারিকরা। 

এরপরই কেন্দ্রীয় সরকার ৫০০ কোটি টাকা অনুদান দিয়েছে বলে খবর। এই টাকায় কলকাতার নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে বলে খবর। সামগ্রিকভাবে কেন্দ্রীয় অনুদানে ভোল বদলে যাবে কলকাতার নিকাশি ব্যবস্থা। ভারী বৃষ্টির  জেরে কলকাতায় জল জমে যাওয়া নিয়ে যে আতঙ্ক তৈরি হত তা থেকে এবার মুক্ত হতে পারে। আর সেটা হবে কেন্দ্রীয় অনুদানের মাধ্যমে। 

সেই সঙ্গেই কেন্দ্রীয় অনুদানের টাকায় আরও সবুজ হবে কলকাতা। কলকাতায় যে খালগুলি রয়েছে তার চারপাশে গাছ বসানো হবে। এর জেরে কলকাতার বুকে সবুজের অংশ আরও বৃদ্ধি পাবে। 

মূলত যে কাজগুলি করা হবে এই অনুদানের মাধ্যমে তার মধ্য়ে অন্যতম হল শহরের নিকাশি ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করা। এক্ষেত্রে শহরে ভারী বৃষ্টি হলেও জল জমা রুখতে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। 

কেন্দ্রীয় অনুদানের মাধ্যমে কলকাতায় অন্তত ২৬টি খালকে সংস্কার করতে হবে। জোকার একাধিক খালকে সংস্কার করা হবে। জোকার খালগুলি সংস্কার করে চড়িয়াল খালে মেশানো হবে। 

এক্ষেত্রে যেটা করা হবে তার মধ্যে অন্যতম হল গঙ্গা ও টালি নালার সংযোগস্থলে ব্যারেজ ও পাম্পিং স্টেশন তৈরি করা। এই ব্যারেজের মাধ্যমে টালি নালার জল নিয়ন্ত্রণ করা হবে। এই প্রকল্পেই কেন্দ্রীয় সরকার ১৫১ কোটি টাকা বরাদ্দ করেছে। সব মিলিয়ে মূলত দুটি কাজ করা হবে কেন্দ্রীয় অনুদানের মাধ্যমে। একটা হল খাল সংস্কার আর দ্বিতীয়টি হল সবুজায়ন।