Mahua Mitra: ‘মুখ বন্ধ করার জন্য ষড়যন্ত্র’ মহুয়া প্রশ্নে দল দূরত্ব রাখলেও সরব ফিরহাদ

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দল দূরত্ব বজায় রাখলেও তাঁর পাশে দাঁড়ালেন কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, সাংসদ যেহেতু বেশি ‘ভোকাল’ তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হয়েছে। রবিবার এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পুরমন্ত্রী বলেন, ‘তৃণমূলের অবস্থান কী আমি জানি না। কারণ আমি তো তৃণমূলের মুখপাত্র নই। আমার নিজের বক্তব্য হচ্ছে যেহেতু মহুয়া এমন সব প্রশ্ন করে যেখানে মোদী সরকার বিপাকে পড়ে যায়। তাই ওকে টাইট দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা।’ তিনি আরও বলেন. ‘মহুয়া নিজে চ্যালেঞ্জ করেছে। ও যদি ভয় পেত তাহলে চ্যালেঞ্জ করত না। আসলে ওর মুখ বন্ধ করার জন্য এটা একটা ষড়ষন্ত্র।’ূ

(পড়তে পারেন। মহুয়াকে অবস্থান স্পষ্ট করতে বলল TMC, ‘ক্যাশ ফর কোয়ারি’ বির্তকে মুখ খুললেন ডেরেক)

মহুয়া-বিতর্কে দলের অবস্থান জানিয়েছেন তৃণমূল মুখপাত্র এবং দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, এ বিষয় দলের কিছু বলার নেই। রবিবার তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, মহুয়ার বিরুদ্ধে সংসদীয় প্যানেলের তদন্ত শেষ হলে তাঁকে নিয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। তবে ফিরহার একে বিজেপির ষড়ষন্ত্র বললেও, এই সমস্যা নিজেকেই বেরিয়ে আসতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। পুরমন্ত্রীর কথায়,’এটা ঠিক যে যার কেস হবে তার দায়। আমার কেস হলে আমার দায় ওর কেস হলে ওর দায়।’

তবে শুধু ভোকাল বলে নয়, বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আনার পিছনে আরও সুনির্দিষ্ট কারণ রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আদানি যদি একবার এক্সপোজ হয়ে যায় তবে বিজেপি সরকার পড়ে যাবে। প্রথম বার নরেন্দ্র মোদীর ভোট প্রচারের জন্য প্লেন, হেলিকপ্টার কারা দিয়েছিল? বিজেপি সাংসদদের কেন আদানি রক্ষা করার জন্য এত আগ্রহ? নিশ্চয়ই, ডাল মে কুছ কালা হ্যায়।’