Bishan Singh Bedi Death: PM Narendra Modi, West Bengal CM Mamata Banerjee, Union Home Minister Amit Shah Pays Homage To The Legendary Cricketer

কলকাতা: সোমবার ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটল কিংবদন্তি স্পিনার তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদীর (Bishan Singh Bedi)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্বক্রিকেট। শোকের ছায়া রাজনৈতিক মহলেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), শোকজ্ঞাপন করেছেন সকলেই।

প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিষাণ সিংহ বেদীজির মৃত্যুতে শোকস্তব্ধ। খেলার প্রতি ওঁর আবেগ আর অনবদ্য বোলিং ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকেও উনি উদ্বুদ্ধ করতে থাকবেন।’

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিষাণ সিংহ বেদীর প্রয়াণে মর্মাহত। আমাদের জন্য অনেক স্মরণীয় জয় ছিনিয়ে এনেছেন প্রবাদপ্রতীম বাঁহাতি স্পিনার। লক্ষ লক্ষ অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে তাঁর স্মৃতি। মহান অধিনায়ক। দৃঢ়চেতা। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল তারা। ওঁর পরিবারকে, আত্মীয় পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানাই।’

 

শোকবার্তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কিংবদন্তি ক্রিকেটার বিষাণ সিংহ বেদীর প্রয়াণের খবরে শোকস্তব্ধ। শুধু ক্রিকেটবিশ্বে নিজের অবদানের জন্য নয়, পিচে জাদু বোনার জন্যও উনি অবিস্মরণীয় থেকে যাবেন।

 

আরও পড়ুন: Prasanna On Bedi । ‘শুধু ভারতের নয়, বিশ্বের সর্বকালের সেরা স্পিনার ছিল’, বেদীর প্রয়াণে মর্মাহত প্রসন্ন । ABP Exclusive

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial