পথচলতি কুকুরের তাড়া, পড়ে গিয়ে অসুস্থতা, ৪৯ বছরে প্রয়াত ওয়াগবকরি গ্রুপের কর্তা পরাগ দেশাই

উৎসবের আমেজেই শোকসংবাদ এল বাণিজ্যমহল থেকে। জনপ্রিয় ‘বাঘওয়াকরি চায়’ গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর পরাগ দেশাইয়ের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে বাণিজ্য মহলে।

পরাগ দেশাইয়ের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী বিদিশা ও মেয়ে পরিশা। জানা গিয়েছে, বাড়ির বাইরে রাস্তার কুকুরের তাড়ার কবলে পড়েন এই বিজনেজ টাইকুন। পথচলতি কুকুরের তাড়া থেকে নিজেকে বাঁচাতে গিয়ে রাস্তায় উল্টে পড়েন পরাগ দেশাই। এরপরই তাঁর হেমারেজ ধরা পড়ে। অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনা গত ১৫ অক্টোবরের। সেদিনই পরাগ দেশাইকে টার্গেট করে রাস্তার কিছু কুকুর তেড়ে আসে। সেই তাড়া খেয়ে তিনি রাস্তায় পড়ে যান। তখনই নিরাপত্তারক্ষী পরিবারকে তাঁর অসুস্থ হওয়ার ঘটনার কখা জানান। তখন থেকেই চোট পেয়ে অসুস্থ পরাগ। তাঁকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় শেলবি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে তিনি জাইডাস হাসপাতালে ভর্তি ছিলেন। একদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। তাঁকে অস্ত্রোপচার করার কথা ছিল। আর সেই কারণেই তাঁকে আগে রাখা হয়েছিল পর্যবেক্ষণে।

( Petrol and Diesel price Today: নবমীর কলকাতায় আজ পেট্রোল লিটারে কত? ডিজেলের দর কোনদিকে, দেখে নিন একনজরে)

( বিশ্বভারতীর হেরিটেজ স্বীকৃতির ফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম! ‘ক্ষমতালোভী ও তাঁর বস’ খোঁচা TMCর, জবাব BJPর)

সাত দিন টানা ভেন্টিলেটরে থাকার পর অষ্টমীতে ২২ অক্টোবর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আমেদাবাদের ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর ২৩ অক্টোবর সকাল ৯ টা নাগাদ তালতেজ শ্মশানে তাঁর শেষকৃত্যপ সম্পন্ন করা হয়। ‘ওয়াগ বকরি চায়’ ম্যানেজিং ডিরেক্টর রাজেশ দেশাইয়ের ছেলে ছিলেন পরাগ দেশাই। উল্লেখ্য,  তাঁর ব্যবসায়িক উদ্যোগের হাত ধরে এই সংস্থা একাধিক চূড়া ছুঁয়েছে সাফল্যের। সংস্থার টার্নওভার দাঁড়িয়েছে ১৫০০ কোটিতে। এহেন ব্যক্তিত্বের মৃত্যুতে বাণিজ্যিক মহলে নেমেছে শোকের ছায়া।