Hamas-Israel War: ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শিক্ষা নিন, হামাস-ইজরায়েল হিংসার সমালোচনায় সৌদি প্রিন্স

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। চারদিকে অশান্তি। এবার সৌদি আরবের প্রিন্স তুরকি আল- ফায়জল মুখ খুললেন এনিয়ে। মূলত যুদ্ধের জেরে যেভাবে সাধারণ মানুষের মৃত্য়ু হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন তিনি। ইজরায়েল ও প্য়ালেস্তাইন উভয়ের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।

তাঁর মতে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে ভারতের অসহযোগ আন্দোলনের কথাটা একবার ভাবুন। কার্যত ভারতের স্বাধীনতা আন্দোলনের নজিরকে তুলে ধরেছেন তিনি। সম্প্রতি একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নজির তুলে ধরেন। আমেরিকার বাকের ইনস্টিটিউটে সম্প্রতি বক্তব্য রাখতে গিয়ে একথা উল্লেখ করেন তিনি।

ফয়জল সরকারের প্রাক্তন পদস্থ কর্তা। তিনি একটা সময় রাজতন্ত্রের গোয়েন্দা বিভাগের দেখাশোনা করতেন। তিনি সম্প্রতি একটি বক্তব্যে জানান, প্যালেস্তাইনে মিলিটারি তৎপরতাকে আমি সমর্থন করছি না। আমি অসহযোগ আন্দোলনকে সমর্থন করি। এই অসহযোগ আন্দোলনের জেরে একদিন ভারত থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছিল। এই ধরনের অসহযোগ আন্দোলন হয়েছিল পূর্ব ইউরোপের সোভিয়েতে।

তবে এবার হামাস আর ইজরায়েল সরকার যে পদক্ষেপ নিয়েছে তার নিন্দা করছি। এই দ্বন্দ্বে কেউ হিরো নেই। সবাইকে আক্রান্ত হতে হচ্ছে। জানিয়েছেন তিনি।

 

সেই সঙ্গেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করেন , যেভাবে হামাসরা সাধারণ মানুষকে টার্গেট করছে এটার নিন্দা করছি।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিরীহ মানুষ, শিশু ও নারীদের উপর আক্রমণকে কোনওভাবে মেনে নেয় ইসলাম মতাদর্শ। তাঁর মতে হামাসের হামলা গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। আবার গাজাকে পরিষ্কার করার নামে নাগরিকদের উপর বোমাবর্ষণ ইজরায়েলের এটাও মানা যায় না।

অন্যদিকে ইজরায়েল ও প্যালেস্তাইন বিতর্ক মেটাতে উদ্যোগ নিয়েছিল সৌদি আরব।কিন্তু হামাস সেখানেও বিশ্বাসভঙ্গ করেছে। অন্যদিকে পশ্চিমী দুনিয়ার একাংশ হামাসের হামলাকে বিনা প্ররোচনায় বলে উল্লেখ করছে। এটাও মানতে চাননি তিনি। তাঁর মতে ইজরায়েল প্যালেস্তাইনের জমি দখল করছে, সাধারণ মানুষকে জেলে পাঠাচ্ছে, সাধারণ প্যালেস্তানীয়দের হত্যা করেছে। দীর্ঘদিন ধরে ইজরায়েল প্যালেস্তাইনের উপর যা করে এসেছে তার উপর আর কী প্ররোচনা থাকতে পারে! জানিয়েছেন সৌদি আরবের ওই প্রবীন নেতা।