লিঙ্গ পরিবর্তনে বাধ্যতামূলক অস্ত্রোপচার অসাংবিধানিক, জাপানের আদালত

লিঙ্গ পরিবর্তনে বাধ্যতামূলকভাবে অস্ত্রোপচার করা অসাংবিধানিক। বুধবার (২৫ অক্টোবর) এই রায় দিয়েছেন জাপানের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রোপচার ছাড়া লিঙ্গ পরিবর্তনের আবেদনের পক্ষে রায় দিয়েছে আদালত। এই রায় ২০১৯ সালের আইনের সঙ্গে সাংঘর্ষিক। তখন এই আইনকে সাংবিধানিক মনে করা হতো।

রায়ের পর বার্তা সংস্থা রয়টার্সকে হিউম্যান রাইটস ওয়াচের জাপান পরিচালক কানাই দোই বলেন, সরকারকে এই আইন অপসারণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সেভ উইমেন’স স্পেসসহ কিছু গোষ্ঠী যুক্তি দিয়ে বলেছে, যদি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অস্ত্রোপচার ছাড়াই লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেওয়া হয় তবে নারীরা অনিরাপদ হয়ে পড়বে। তাছাড়া আইনি ঝামেলা হবে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, আমরা এই আইনটিকে সাংবিধানিক করার জন্য প্রায় ১৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছি।

এই মাসের শুরুর দিকে, ট্রান্সজেন্ডার পুরুষ জেনারেল সুজুকির পক্ষে রায় দিয়েছিল একটি স্থানীয় পারিবারিক আদালত। অস্ত্রোপচার না করেই লিঙ্গ পরিবর্তন করার আবেদন করেছিলেন তিনি।