Guinness World record: আকাশ থেকে ধেয়ে আসছে টেনিস বল! সেটি লুফে নিতেই নাম উঠল গিনিসে

বয়স মাত্র ১৮ বছর। কিন্তু তাতে কী! এই বয়সেই ছেলে কেরামতি দেখাল তা অনেক বড়দের কেউ হার মানিয়ে দেবে। সম্প্রতি নিউইয়র্কের এক সদ্য যুবক গিনিসের খাতায় নাম তুলল। নেপথ্যে তার এক নজরকাড়া কেরামতি। আকাশ থেকে ধেয়ে আসছিল একটি টেনিস বল। সেই বলটিকেই অব্যর্থ ভাবে হাতের মুঠোয় ধরল বছর আঠারোর যুবক ক্যামেরন হেইনিগ।‌ আর এই কেরামতিই তাঁকে এনে দিল গিনিস রেকর্ডের সম্মান। আকাশ থেকে টেনিস বল ধেয়ে আসছিল শুনে অবাক হতে পারেন। কিন্তু কথাটা খুব ভুল নয়। কারণ বলটি ৪৬৯.৫ ফুট উপর থেকে ফেলা হয়। দিনের আলোয় এত উপর থেকে কোনও বস্তু পড়লে তা চোখে দেখা বেশ মুশকিল। হাতের মুঠোয় ধরা তো আরই জটিল ব্যাপার। 

আরও পড়ুন: নতুন ধমনী তৈরি হল ৪ মিনিটে! প্রাণের ঝুঁকির অস্ত্রোপচারেও সফল কলকাতার চিকিৎসক দল

তবে এই অসাধ্য সাধন করল ক্যামেরন। আর কে না জানে, এমন অসাধ্য সাধন করতে পারলে নাম ওঠে সোজা গিনিস বুকে। তবে এর জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে ক্যামেরনকে। বন্ধু জুলিয়ানের সঙ্গে যৌথভাবে এই বল ধরার তালিম নিয়েছে সে। জুলিয়ান একজন ড্রোন পাইলট। তাঁর সঙ্গে দুই বছর ধরে এই রেকর্ড গড়ার চেষ্টা করেছে ক্যামেরন। প্রথমবার গরমকালে বারবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল টেনিস বলটি। তবে ক্যামেরন হার মানেনি। পরের বছর আবারও গরমকালেই প্র্যাকটিস চালিয়ে যায় সে। তবে পরের বছর নতুন কায়দায় চলছিল প্র্যাকটিস। তাতেই সাফল্য আসে। অবশেষে ক্যাচ ধরতে পারে ক্যামেরন‌। 

আরও পড়ুন: ক্যানসার চিকিৎসায় নয়া দিশা! CAR-T সেল থেরাপিকে অনুমোদন কেন্দ্রের

প্রথমে খালি হাতেই ক্যাচ ধরার চেষ্টা করছিল যুবকটি। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। এর পর অন্য পথ নিতে হয়। হাতে বেসবল খেলির গ্লাভস পরে নেয় ক্যামেরন। সেই গ্লাভস পরে চেষ্টা করতেই বাগে আসে বল। প্রথম প্রথম একটু যে ভয় কাজ করেনি তা নয়। ক্যামেরনের ধারণা ছিল অত উপর থেকে তীব্র গতিতে ধেয়া আসা বল হাতে লাগলে চামড়া ফেটে যেতে পারে। আহত হতে পারে সে। কিন্তু পরে দেখা যায় সেটা মিথ্যে ভয়‌। আদতে অত উপর থেকে পড়লেও হাতে বিশেষ চোট লাগেনি। বরং হাতে হাতে তালি দেওয়ার মতোই একটা সাধারণ অনুভূতি হয়েছিল। এর আগের রেকর্ডে ৭৫.৪ ফুট উঁচু থেকে ফেলা বল ধরেছিল এক ব্যক্তি। সেই রেকর্ড ভেঙে দিল ক্যামেরনের ৪৬৯.৫ ফুট উঁচু থেকে ধেয়ে আসা বলের ক্যাচ।