Property: আত্মীয়দের ফাঁকি দিয়ে ১০০ কোটিতে সম্পত্তি বিক্রির ছক, মুম্বইতে গ্রেফতার মহিলা

পরিবারের অন্যদের না জানিয়ে ১০০ কোটির সম্পত্তি বিক্রি করার তাল করেছিলেন এক মহিলা। ভাইদের সঙ্গে ছক কষে মুম্বইতে একটি প্রখ্য়াত জায়গায় ওই বিপুল সম্পত্তি তিনি বিক্রি করার চেষ্টা করেছিলেন বলে খবর। এক প্রমোটারের কাছে তিনি সম্পত্তি বিক্রির তাল করেছিলেন। তবে অন্যান্য আত্মীয়দেরও ওই সম্পত্তিতে ভাগ রয়েছে। কিন্তু তাদের না জানিয়েই তিনি ওই সম্পত্তি বিক্রি করার ছক কষেছিলেন বলে অভিযোগ। 

মুম্বইয়ের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে এই বিপুল সম্পত্তি। তার মধ্যে তিনটি বিল্ডিংও রয়েছে। প্রায় দুই একর জায়গাজুড়ে এই সম্পত্তি। সেই জায়গাই বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। তবে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ওই তিনটি বিল্ডিংয়ে প্রচুর ভাড়াটে থাকেন। 

মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং তাকে গ্রেফতার করেছে। ওই মহিলার নাম আবিদা জাফর ইসমাইল। তিনি আসলে কর্ণাটকের মাইসোরের বাসিন্দা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, আবিদার জাঠতুতো ভাই আয়াজ কাপাডিয়া এই অভিযোগ করেছেন। এই সম্পত্তিটা আসলে  আয়াজের বাবা ও তার ভাইয়ের। 

এদিকে সম্প্রতি আবিদা ও তার ভাইরা ওই সম্পত্তি বিক্রি করার ছক কষেছিলেন। অন্য ভাইরা বিষয়টি বুঝতে পেরে যান। আবিদা কিছু ভুয়ো নথি সরকারি জায়গায় জমা দিয়েছিলেন বলেও জানা গিয়েছে। মনে করা হচ্ছে ওই তিনটি বিল্ডিংয়ের দাম ঠিক করা হয়েছিল ৫০ কোটি। 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অন্য় আত্মীয়দের অজ্ঞাতসারে আবিদা আগেও এই সম্পত্তি বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সফল হননি। এরপর ফের সেই একই চেষ্টা করতে থাকেন। মূলত অর্থনৈতিক দিক থেকে তিনি নানা সমস্যার মধ্য়ে ছিলেন। সেকারণেই তিনি সম্পত্তি বেচে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। তাকে গ্রেফতার করা হয়েছে।