Shubho Vijaya: বিজয়া দশমীর প্রীতি জানিয়ে উঠতে পারেননি এখনও? কীভাবে জানাবেন শুভেচ্ছা

গতকাল গিয়েছে বিজয়া দশমী। মায়ের বিদায়বেলায় মনখারাপ হওয়ারই কথা। তাছাড়া থাকে অনেকরকম দায়িত্ব। বিসর্জন থেকে মিষ্টিমুখ অতিথি সামলানো সবকিছুই করতে হয়। এসবের মাঝে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছেন?এত কাজের মাঝে ভুলে যেতেই পারেন। তবে আজকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেও কোনও ক্ষতি নেই‌। কীভাবে শুভেচ্ছাবার্তা পাঠাবেন? জেনে নিন এখান থেকেই।

  • বিজয়া মানেই সব কিছু ভুলে আলিঙ্গনের দিন। এই দিনটির শুভেচ্ছা রইল তোমার জন্য। গুরুজনদের প্রণাম জানিও আমার। 
  • বিজয়া মানেই যেমন মায়ের বিসর্জন। তেমনই আবার মিষ্টিমুখের বড় আয়োজন। গুরুজনদের প্রণাম জানিও আমার।
  • অনেক স্বপ্নপূরণ করে, মা চলে যান কোন সুদূরে, মায়ের আসা মায়ের যাওয়া, নতুন খুশির নতুন হাওয়া, দুঃখ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে! শুভ বিজয়া দশমী
  • মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের বাজনা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া দশমী
  • আজ দশমী সিঁদুর খেলা, মায়ের এবার ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। আসছে বছর আবার মা আসবেন আমাদের ঘরে। শুভ বিজয়া দশমী।
  • শুভ বিজয়া দশমী। ছোটদের ভালোবাসা, বন্ধুদের প্রীতি ও বড়দের প্রণাম জানাই। সকলকে শুভ বিজয়া।
  • ভালো থাকা ভালোবাসা, ভালো মনে কিছু আশা, বেদনাকে দূরে রাখা, সুখস্মৃতি ফিরে দেখা, বন্ধন থেকে বরণডালা, বিজয়া মানে এগিয়ে চলা। শুভ বিজয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা।
  • ঢাকে পড়ল কাঠি, পুজো কাটল জমজমাটি। আজ মায়ের ফেরার পালা, তাই জানাই এই বেলা – শুভ বিজয়ার প্রণাম ও ভালোবাসা সকলকে।
  • আসছে বছর আবার এসো মা। সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা।
  • মায়ের বিদায়বেলায় মন খারাপ। তবে প্রতীক্ষার জন্যই দুর্গাপুজো এতটা বিশেষ হয়ে ওঠে। তাই ‘আসছে বছর আবার হবে’ বলে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
  • বাজে ঢোল, বাজে ঢাক, শুনে সবার লাগে তাক। বিসর্জনে সবাই যাবে, হাসি কান্না দুই পাবে। সুখ, দুঃখ মিলে মিশে, শুভ বিজয়া জানাই শেষে।
  • বিজয়া দশমী উপলক্ষে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জীবনে আনন্দ, সমৃদ্ধি, সাফল্য লেগে থাকুক।