Suvendu Adhikari: নোট বাতিলে জমা দিয়েছেন ৮ কোটি টাকা, বালুর স্ত্রী-মেয়ের গ্রেফতারির দাবি শুভেন্দুর

রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রী ও মেয়ের গ্রেফতারির দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দুবাবু দাবি করেন, নোট বাতিলের বছরে আয়কর রিটার্নের বাইরে ৮ কোটি টাকা নগদ ব্যাঙ্কে জমা দিয়েছেন মা ও মেয়ে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘নোটবাতিলের পর আয়কর বিভাগকে ব্যাঙ্কগুলি যে তথ্য পাঠিয়েছিল তাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ আছে এমন ২ জনের তথ্য আমি বার বার বলে এসেছি। তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক ২০১৬ সালে ইউনাইটেড ব্যাঙ্গে ব্যাঙ্কে ৩ কোটি ৩৬ লক্ষ ৬৭ হাজার ৪৯৩ টাকা নগদ জমা করেছেন। তিনি ধ্রুবচাঁদ হালদার কলেজের শিক্ষিকা। উনি দাবি করেছেন এটা টিউশনি পড়িয়ে পেয়েছেন। পৃথিবীতে কোথাও এত ভালো প্রাইভেট টিউটর হয় বলে জানি না। ওই বছর উনি কলেজ থেকে বেতন পেয়েছেন ২ লক্ষ ৪৮ হাজার ০৩৬ টাকা’।

বিরোধী দলনেতা বলেন, ‘এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিকের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নোটবাতিলের বছরে জমা পড়েছে ৪ কোটি ২৯ লক্ষ ২০ হাজার ২১১ টাকা জমা পড়েছে। তার মানে ২টো মিলিয়ে ৮ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার ব্যাঙ্কে জমা দিয়েছেন। তাই জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও তাঁর মেয়ে আয়কর রিটার্নের বাইরে যে ৮ কোটি টাকা নোট বদলের সময় ব্যাঙ্কে জমা দিয়েছেন সেজন্য তাঁদের হেফাজতে নিয়ে জেরা করা উচিত ইডির’। শুভেন্দুবাবুর দাবি, বাকিবুরসহ রেশন দুর্নীতির অন্য এজেন্টরা এই টাকা জ্যোতিপ্রিয়কে তুলে দিয়েছেন।