ডিবির পোশাকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে খুঁজছি: হারুন

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি)  প্রধান হারুন অর রশিদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী অথবা ডিবির পোশাক পরে আজকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে আমরা খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।

শনিবার (২৮ অক্টোবর) রাত ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে তিনি এসব একথা বলেন।

ডিএমপি ডিবিপ্রধান বলেন, আমরা অনেক সময় শুনি— ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস (পোশাক) পরে ছিনতাই-ডাকাতি করেছে। আমরা ওই ডাকাতদেরকে গ্রেফতার করেছি, তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করেছি। তেমনভাবে আজ যে বা যারা আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাদের খুঁজছি।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, পুলিশের অনেকগুলো গাড়িতে আগুন দিয়েছে, আরও দুইটা সরকারি গাড়িতে আগুন দিয়েছে। কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। এখন হয়তো তারা মনে করেছে, একটা ড্রেস পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। তাদের সেই পাঁয়তারা আমরা সফল হতে দেবো না। যারা এই কাজটি করেছেন, নিন্দনীয় কাজ করেছেন। প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।