খুলনায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার

সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেফতার করে পুলিশ। রবিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সানি, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সামছুজ্জোহা ডিয়ার, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আওয়াল, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য হান্নান হাওলাদার, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রিয়াজুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন যুবদল নেতা মারুফ হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা টুটুল ও মিঠুন, ১১ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী মো. বিপ্লব হোসেন, ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, খুলনা মহানগর যুবদলের নেতা ডালিম গাজী, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী কালু মিয়া।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে হরতাল চলাকালে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশ কর্তৃক বিনা গ্রেফতারি পরোয়ানায় বিএনপি নেতাদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতারা।

তারা অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বিনা ওয়ারেন্টে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের হয়রানি করা থেকে পুলিশ প্রশাসনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে হরতাল সফল করায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতারা।

রবিবার (২৯ অক্টোবর) প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, অগ্নিসংযোগ ও গ্রেফতার করে চলামান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। আন্দোলনের মধ্য দিয়ে অবৈধ সরকারকে বিদায় করা হবে।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।