Jyotipriya Mullick: চাঙ্গা আছেন বালু, করা যাবে জেরাও, ছুটি দিয়ে জানিয়ে দিল অ্যাপোলো হাসপাতাল

জ্যোতিপ্রিয় মল্লিকের আর হাসপাতালে থাকার দরকার নেই। জানিয়ে দিল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী তাঁকে জেরা করা যাবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এবার ইডি কখন তাঁকে হেফাজতে নেয় তার অপেক্ষা।

সোমবার বিকেলে জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। সেখানে চিকিৎসকরা তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। জ্যোতিপ্রিয়র সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্টই স্বাভাবিক বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ইডির তল্লাশি ও তার পর গ্রেফতারির জেরে গত শুক্রবার ২৪ ঘণ্টারও বেশি সময় ওষুধ না খেয়ে ছিলেন জ্যোতিপ্রিয়। খাওয়া দাওয়াও করেননি ঠিক করে। এর ফলে জ্ঞান হারান তিনি। পরবর্তীকালে যেন এই ধরণের পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করা হয়। এছাড়া জ্যোতিপ্রিয়কে নিয়মিত সুগার ও প্রেশারের ওষুধ খেতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের সূত্রে আরও জানা গিয়েছে, জ্যোতিপ্রিয়র যা শারীরিক অবস্থা তাতে ইডি তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। তাতে কোনও বাধা নেই। এক মাস পরে তাঁকে ফের হাসপাতালে আসতে বলা হয়েছে।

সোমবার বিকেলে ব্যাঙ্কশাল আদালতে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল রিপোর্ট জমা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর পরই তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। আদালতের নির্দেশ অনুসারে অ্যাপোলো হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয়কে নিয়ে সোজা যেতে হবে আলিপুর কম্যান্ড হাসপাতালে। সেখানে ফের তাঁর শারীরিক পরীক্ষা হবে। তার পর তাঁকে হেফাজতে নিতে পারবে ইডি।