বারাসতে ১৭টি বিগ বাজেটের কালীপুজো, প্রত্যেকটিতে নোডাল অফিসার নিয়োগ পুলিশের

নভেম্বর মাস পড়তে আর দু’‌দিন বাকি। ওই মাসেই পড়েছে কালীপুজো। কলকাতার পাশাপাশি এই কালীপুজো বারাসতে বেশি দেখা যায়। যাকে বলা হয়, বিগ বাজেটের কালীপুজো। বারাসতের কালীপুজো বিগ বাজাটের হয় বলে সবাই জানেন। এমন বিগ বাজেটের কালীপুজো অন্য কোথাও দেখা যায় না। হিসেব কষে দেখা গিয়েছে, বারাসতে বিগ বাজেটের কালীপুজো রয়েছে ১৭টি। এবার প্রত্যেকটি কালীপুজোর জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করেছে পুলিশ বলে খবর। এই নোডাল অফিসাররা কালীপুজো মণ্ডপের নানা দিক নজরে রাখছেন। নিরাপত্তা থেকে শুরু করে মণ্ডপ মজবুত—সবই দেখবেন তাঁরা।

বিষয়টি ঠিক কী হতে চলেছে?‌ বারাসতে শতাধিক কালীপুজো প্রত্যেকবার হয়। তার মধ্যে ১৭টি কালীপুজো এবার বিগ বাজেটের। তার মধ্যে থিম তৈরি করতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ করেছেন উদ্যোক্তারা। বারাসত কালীপুজোর জন্য বিখ্যাত হওয়ায় ভিড়ও হয় মারাত্মক। থিম নির্ভর এই কালীপুজোয় এখন চলছে একে অপরকে টেক্কা দেওয়ার পালা। তার সঙ্গে আছে আলোকসজ্জার ছড়াছড়ি। এইসব দেখতে অন্যান্য জেলা এমনকী কলকাতা থেকেও মানুষ ভিড় জমান। এবার বারাসত থানা এলাকায় মোট ২০৭টি কালীপুজো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। আর বিগ বাজেটের কালীপুজো মানেই কম বেশি এক কোটি টাকা বাজেট।

কেন নোডাল অফিসার নিয়োগ?‌ কালীপুজো বারাসতে হলেও রাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে। তাই পুলিকে তৎপর থাকতে হয়। ইতিমধ্যেই বড় কালীপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা। ‘নোডাল’ অফিসাররা প্রত্যেকটি কালীপুজো কমিটির সঙ্গে সমন্বয় রাখছেন। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাস্তাঘাট থেকে শুরু করে স্টেশন এবং কালীপুজো মণ্ডপগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ করতে ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হচ্ছে।

আরও পড়ুন:‌ এক আইএএস অফিসারকে তলব করল ইডি, বাড়িতে চলেছিল তল্লাশি, হাজিরা সিজিও কমপ্লেক্সে

আর কী জানা যাচ্ছে?‌ এখানের বিগ বাজেটের কালীপুজো কমিটিগুলিকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। মণ্ডপের কাঠামো মজবুত করা থেকে শুরু করে দমকল ও বিদ্যুৎ দফতরের সাহায্য নিতে বলা হয়েছে। আর গোটা বিষয়টি নিয়ে আজ, সোমবার রিভিউ বৈঠক আছে। এএবারও বারাসতে কালীপুজোয় বাড়তি থিমের মণ্ডপ দেখা যাবে বলে জানা গিয়েছে। ত্রিদেব, ইলোরায় শ্যামা মা–সহ বুর্জ খলিফা, হ্যারি পটারের জাদুনগরীর মতো থিমও আছে। তাই নিরাপত্তা আঁটোসাঁটো রাখতে চাইছে পুলিশ। তবে সব নির্দেশ মেনে নিয়েছেন কালীপুজো কমিটিগুলি।