JIO World Plaza: মেয়ের প্রশংসায় মুকেশ আম্বানি, শুরু হল জিওর চারতলা মল, পুরোটাই ইশার

বৈভব তিওয়ারি

জিও ওয়ার্ল্ড প্লাজা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারপার্সন মুকেশ আম্বানি তাঁর কন্যা ইশা আম্বানির প্রশংসায় পঞ্চমুখ। মঙ্গলবারই জিও ওয়ার্ল্ড প্লাজার পথচলা শুরু হল। মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা এলাকায় তৈরি হয়েছে একেবারে অত্যাধুনিক মল। এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। মঙ্গলবার তিনি জানিয়ে দিলেন এই দিনটা তাঁর ও স্ত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটা তাঁর কাছে একটা স্পেশাল সন্ধ্যা।

মেয়ের এই সাফল্যে অত্যন্ত গর্বিত মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন, এটা একটা স্পেশাল সন্ধ্যা। নীতা ও তাঁর কাছে এটা বিশেষ দিন। রিলায়েন্স রিটেলের লিডার হিসাবে ইশা যা করেছে তার প্রশংসা করছি। মুম্বইতে লাক্সারির মানেটা ঠিক কী সেটা এবার ইশা ও তার টিম বোঝাতে পারবে। ইশা ও তার টিম যা করেছে জিও ওয়ার্ল্ড প্লাজাতে, তাতে আমরা গর্বিত। আমি নিশ্চিত এটা মুম্বইয়ের পাশাপাশি গোটা দেশকে গর্বিত করবে। কী বললেন ইশা?

ইশা জানিয়েছেন, জিও ওয়ার্ল্ড সেন্টারের পরের ধাপটা খোলার জন্য আমরা অত্যন্ত রোমাঞ্চিত। মা ওই দিশাটা আমায় দেখিয়েছেন। তিনি সবসময় বলেন, যাতে বিশ্বের সবথেকে ভালোটা দেশে আনা যায় আর ভারতে যেটা সর্বোত্তম সেটা গোটা বিশ্বের কাছে তুলে ধরা যায়।

ইশা আম্বানির মা নীতা আম্বানি জানিয়েছেন, জিও ওয়ার্ল্ড প্লাজা বিশ্বের সেরা মল হয়ে উঠবে। প্রসঙ্গত ইশার দাদা আকাশ আম্বানি রিলায়েন্স জিওটা দেখেন। আর অনন্ত আম্বানি বিদেশের ব্যবসাগুলো দেখেন।

১ নভেম্বর থেকে জিও ওয়ার্ল্ড প্লাজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। মুম্বইয়ের বান্দ্রা-কুড়লা এলাকায় বিশাল মল। বিলাস বহুল মল। চারতলা মল। প্রায় ৭,৫০,০০০ বর্গ ফুট জুড়ে এই মল। এই মলে বিলাসের নানা উপকরণ রয়েছে। এখানেই প্রথম ভ্যালেনটিনো, ওয়াইএসএল, টিফানি, পটারি বার্নের মতো কোম্পানির স্টোর রয়েছে। Gucci, Louis Vuitton, Dior, Bulgari-র মতো ব্র্যান্ডও থাকছে এই বিলাসবহুল মলে। এককথায় একেবারে বিশ্বমানের মল এবার মুম্বইতে। একেবারে ঝলমল করছে। গোটা বিশ্বের কাছে তুলে ধরার মতো মল। মেয়ে ইশা আম্বানির হাত ধরে এই মলের পথ চলা শুরু হল। মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা মা।

একাধিক নামী ব্র্যান্ড এবার প্রথমবার শোরুম খুলছে এখানে। ইশার বাবা মা দুজনেই এই মল নিয়ে গর্বিত। অত্যন্ত বিলাসবহুল এই মল।