উত্তরা ও মোহাম্মদেরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। একই সময়ে মোহাম্মদপুরে মৌমিতা পরিবহন নামের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, আজমপুরে পরিস্থান বাসে যাত্রীবেশে উঠে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার সময় গাড়িতে ১২ থেকে ১৪ জন যাত্রী ছিল। হঠাৎ গাড়ির পেছন দিকে আগুন দেখতে পান যাত্রীরা। আগুন লাগার পর পরই পেছনের জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়ে পালিয়ে যায় কয়েক যুবক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আজ সকাল ৭টায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা শাজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ। গত দুদিনের চেয়ে আজ সকাল থেকে সড়কে গণপরিবহনের বাড়তি চাপ। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা বেশি থাকায় সকাল থেকেই রাস্তায় দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের।