ঢাকার মাঠে কিরগিজস্তানের ফুটবলারের দারুণ এক গোল

আগের ম্যাচে ব্রাজিলিয়ান হিগর রড্রিগুয়েজ জোড়া গোল করে শেখ জামালকে বড় জয় এনে দিয়েছিলেন। স্বাধীনতা কাপে আজ হিগর গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। জেতেনি দলও। পুলিশ এফসি ১-০ গোলে শেখ জামালকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

ব্রাদার্স ইউনিয়নের বিদায়ে আগেই দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। আজ ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। সেখানে আধিপত্য দেখিয়ে পুলিশ এফসি টানা দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে ম্যাচ ঘড়ির ২৬ মিনিটে পুলিশ এফসি এগিয়ে যায়। লম্বা থ্রো-ইনের বল কিরণ সহ অন্যরা ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি। কিরগিজস্তানের মানাস কারিপভ সেই বল পেয়ে বক্সের কোন থেকে মাপা শটে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে। গোলকিপার মাহফুজ হাসান প্রীতম ভাবতেই পারেননি এমন জায়গা থেকে গোল হতে পারে। শেষ মুহূর্তে ঝাঁপালেও বলের নাগাল পাননি আবাহনী থেকে আসা এই গোলকিপার। এর আগে ফয়সাল আহমেদ ফাহিম চেষ্টা করেও পারেননি শেখ জামালকে গোল এনে দিতে। গোলকিপার আহসান আহমেদ বিপু দৌড়ে এসে তা নস্যাৎ করে দিয়েছেন।

দ্বিতীয়ার্ধে শেখ জামাল সমতায় ফেরার চেষ্টা করেছিল। যদিও সাজ্জাদ হোসেন একক প্রচেষ্টা বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপার এগিয়ে এসে আবারও তা নস্যাৎ করে দেন। দুই ম্যাচে এক জয় ও এক হারে শেখ জামাল রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে।