২৮ অক্টোবরের আত্মত্যাগ বৃথা যাবে না: এবি পার্টি

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা ও পরবর্তী জুলুম-নিপীড়ন ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবরসহ সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে আহত, নিহত, গ্রেফতার ও নির্যাতন ভোগ করছেন, তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলসহ অন্যরা।