অবসরে অস্ট্রেলিয়াকে ৫ বিশ্বকাপ জেতানো ল্যানিং

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং।

৩১ বছর বয়সী এই ক্রিকেটার অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ৫টি বিশ্বকাপ জিতিয়েছেন। যার ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর একটি ওয়ানডেতে। দলের হয়ে মোট বিশ্বকাপ জিতেছেন ৭টি।

বলা যায়, স্বাস্থ্যগত সমস্যার কারণেই আচমকা এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর খেলা হয়নি তার। অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরে অপ্রকাশিত স্বাস্থ্যগত সমস্যায় সফর করেননি। তার পর ফিট থেকেও খেলেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। উইমেনস ন্যাশনাল ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফেরেন যদিও।

আকস্মিক অবসর নিয়ে ল্যানিং বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো আমার জন্য কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয়েছে এটাই সঠিক সময়।’

অস্ট্রেলিয়ার হয়ে ল্যানিং ২৪১টি ম্যাচ খেলেছেন। সব মিলে করেছেন ৮ হাজার ৩৫২। ৬ টেস্ট, ১০৩টি ওয়ানডে ও ১৩২টি টি-টোয়েন্টিতে সব মিলে তার সেঞ্চুরি আছে ১৭টি। ওয়ানডেতেই তার গড় ৫৩.২১।